TRENDING:

Ranbir Kapoor and Rashmika Mandanna: চুমুর পর চুমু, রশ্মিকার সঙ্গে রণবীরের রোম্যান্স ভাইরাল নতুন গানে! দেখুন

Last Updated:

Ranbir Kapoor and Rashmika Mandanna: গানের দৃশ্যে দেখা গিয়েছে তোয়ালা পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর ও কশ্মিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নতুন ছবি ‘অ্যানিমাল’-এর গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা। গানের নাম ‘হুয়া ম্যায়’। তাতেই একের পর এক চুমুর দৃশ্য দেখা গেল রণবীর ও রশ্মিকাকে। মুক্তির পরই ভাইরাল হয়েছে দৃশ্য ও গানটি।
রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার ঘনিষ্ঠ দৃশ্যে
রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার ঘনিষ্ঠ দৃশ্যে
advertisement

গানের দৃশ্যে দেখা গিয়েছে তোয়ালা পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর ও কশ্মিকা। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার নতুন মুভি ‘অ্যানিমাল’-এর টিজার। ‘অ্যানিমাল’ টিজার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। টিজারে রণবীরকে পর্দায় পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে।

advertisement

কিছুদিন আগেই রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। ১১ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হলেও শেষমেশ সেই দিনে ছবি প্রকাশে আনা যাচ্ছে না। এমনই খবর সামনে আনা হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। খবর সামনে আসতেই ভক্তদের মনে জেগেছিল উদ্বেগ। কীভাবে সম্ভব? কেনই বা এই সিদ্ধান্ত? রণবীর কাপুরের ভক্তদের মনে জমতে থাকে প্রশ্ন। তবে খুব বেশিদিন জলঘোলা না করে এবার সামনে এল ছবি মুক্তির নতুন তারিখ। খুব বেশি দেরি না করেই পরিচালক সন্দীপ ভাঙ্গা জানিয়ে দিলেন ছবি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে।

advertisement

আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

অ্যানিমাল চলচ্চিত্রটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে, ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ। ‘অ্যানিমাল’ মুভিতে রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও। মুভিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তির কথা থাকলেও, পোস্ট-প্রোডাকশন কাজের কারণে ডিসেম্বর মাসে পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor and Rashmika Mandanna: চুমুর পর চুমু, রশ্মিকার সঙ্গে রণবীরের রোম্যান্স ভাইরাল নতুন গানে! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল