TRENDING:

হলেন সেরা, পেলেন অস্কার ! তারপর হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস এঞ্জেলেস: আজকের রাতটা হয়তো কখনই ভুলতে পারবেন না অভিনেতা রামি মালেক ৷ কখনও ভাবেননি তাঁর হাতে উঠে আসবে সেরা অভিনেতার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ তবে ‘বহেমিয়ান র‍াপসাডি’ প্রাণপণ অভিনয় করেছিলেন রামি ৷ আর কথায় আছে না পরিশ্রমের ফল সব সময় মিঠে ! এ পর্যন্ত সব ভালোই যাচ্ছিল ৷ কিন্তু অস্কারের অ্যাওয়ার্ড হাতে হঠাৎই মাটিতে হুমড়ি খেয়ে কেন পড়ে গেলেন রামি !
advertisement

Photo: ( REUTERS )

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাণ্ডটা হল, সেরা অভিনেতার অস্কার পেয়ে মঞ্চ থেকে সবে নেমেছেন রামি ৷ তারপর, সোজা গিয়ে বসলেন নিজের আসনে ৷ তখনই ঘটল গণ্ডগোল ৷ হঠাৎই চেয়ার থেকে পড়ে মাটিতে গড়িয়ে পড়লেন রামি ৷ সঙ্গে সঙ্গে ছুটে এলেন ডাক্তারের দল ৷ রামি কোনওমতে নিজেকে সামলালেন ৷ একটু স্বাভাবিক হতে, মুচকি হাসলেনও ৷ কয়েকজন লোক তাঁকে মাটি থেকে তুলে ধরলেন ৷ রামি হাসলেন ৷ জানালেন, ‘দিব্য আছি ! ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
হলেন সেরা, পেলেন অস্কার ! তারপর হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে !