TRENDING:

বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী

Last Updated:

রামচরণ সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন। একটি স্পোর্টস ড্রামা হিসেবে বানানো হবে ছবিটি। প্যান-ইন্ডিয়ান এই ছবিটির কাজ শুরু চলতি মাসের শেষের দিকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছেলের-পুত্রবধূর কোলে আসতে চলেছে নতুন সদস্য। সুখবর দিলেন দক্ষিঁণ তারকা চিরঞ্জীবী। বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ। বলিউড থেকে দক্ষিণে খুশি হাওয়া। চিরঞ্জীবী ট্যুইটাের উপাসনা কোনিডেলার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন।
advertisement

জুন মাসে রামচরণ এবং উপাসনা তাঁদের ১০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিমানবন্দরে তারকা দম্পতির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল।

রামচরণ সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন। একটি স্পোর্টস ড্রামা হিসেবে বানানো হবে ছবিটি। প্যান-ইন্ডিয়ান এই ছবিটির কাজ শুরু চলতি মাসের শেষের দিকেই। রামচরণ এই মুহূর্তে পরিচালক শঙ্করের সঙ্গে আরও একটি ছবির শ্যুটিং করছেন। এসজে সূর্য এবং কিয়ারা আডবাণীকেও এই ছবিতে কাজ করতে দেখা যাবে। তারই আগে ঘরে সুখবর। এর ফলে কি কাজ পিছিয়ে যাবে? সে বিষয়ে এখনও তারকারা কিছুই জানাননি।

advertisement

আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট

আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

২০১২ সালে গাঁটছড়া বেঁধেছেন রামচরণ এবং উপাসনা। স্কুল জীবন থেকেই বন্ধুত্ব দম্পতির। তার পর প্রেম। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাগদান সেরে পরের বছর জুন মাসে বিয়ে করেন তাঁরা। আর আজ বাবা-মা হতে চলেছেন রামচরণ এবং উপাসনা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল