জুন মাসে রামচরণ এবং উপাসনা তাঁদের ১০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিমানবন্দরে তারকা দম্পতির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল।
রামচরণ সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন। একটি স্পোর্টস ড্রামা হিসেবে বানানো হবে ছবিটি। প্যান-ইন্ডিয়ান এই ছবিটির কাজ শুরু চলতি মাসের শেষের দিকেই। রামচরণ এই মুহূর্তে পরিচালক শঙ্করের সঙ্গে আরও একটি ছবির শ্যুটিং করছেন। এসজে সূর্য এবং কিয়ারা আডবাণীকেও এই ছবিতে কাজ করতে দেখা যাবে। তারই আগে ঘরে সুখবর। এর ফলে কি কাজ পিছিয়ে যাবে? সে বিষয়ে এখনও তারকারা কিছুই জানাননি।
আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট
আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ
২০১২ সালে গাঁটছড়া বেঁধেছেন রামচরণ এবং উপাসনা। স্কুল জীবন থেকেই বন্ধুত্ব দম্পতির। তার পর প্রেম। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাগদান সেরে পরের বছর জুন মাসে বিয়ে করেন তাঁরা। আর আজ বাবা-মা হতে চলেছেন রামচরণ এবং উপাসনা।