TRENDING:

Rakhi Sawant: 'আমার নগ্ন ভিডিও ৪৭ লাখে বিক্রি করে', প্রাক্তন আদিলের বিরুদ্ধে নয়া অভিযোগ রাখির

Last Updated:

Rakhi Sawant: রাখি জানালেন, আদিল তাঁর নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ টাকায় বিক্রি করেছেন। তাঁর অভিযোগ, আদিলের জন্য পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ান্ত। অভিনেত্রী জানালেন, আদিল তাঁর নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ টাকায় বিক্রি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, “আমি যখন বাথরুমে ছিলাম এবং আদিল আমাকে শ্যুট করেছিল। এ রকম অনেক ভিডিও আছে। যেখানে আমাকে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। আমি চুপ করেছিলাম। আমি ওর স্ত্রী ছিলাম। কিন্তু আমাকে বাড়িতেই ধর্ষণ করা হয়েছিল।”
advertisement

রাখি অভিযোগ করেন, আদিলের জন্য পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন তিনি। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আমি কোথায় যাব বলে দিন। কী ভাবে সবাইকে মুখ দেখাব? আমি একটা সাধারণ মেয়ে। একজন ভারতীয় তারকা। একটা ব্র্যান্ড। এক বছরের মধ্যে আমাকে ডিভোর্স করে দিল।”

আরও পড়ুন: মর্ত্য থেকে মহাকাশ! জন্মদিনে অভিনব উপহার শ্রাবন্তীর ঝুলিতে, তারায় রটল তাঁর নাম

advertisement

আরও পড়ুন: বিতর্কে জর্জরিত নুসরত! ‘যে সমাজে…’, নিজেকে আগলে কড়া বার্তা নায়িকার, কী বললেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আদিলের বিরুদ্ধে রাখির একাধিক অভিযোগর একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। সম্প্রতি মাইসোর জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। তার পরেই রাখির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন তিনি। রাখি অভিযোগ করেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর পেটে লাথি মারেন আদিল। যার ফলে গর্ভেই তাঁর সন্তানের মৃত্যু হয়। আদিল যদিও বলছিলেন, “ও কী করে অন্তঃসত্ত্বা হবে? ও যখন হাসপাতালে ভর্তি ছিল, আমি ওর সঙ্গে ছিলাম। বয়সজনিত কারণে ওর জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিতে হয়।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant: 'আমার নগ্ন ভিডিও ৪৭ লাখে বিক্রি করে', প্রাক্তন আদিলের বিরুদ্ধে নয়া অভিযোগ রাখির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল