রাখি অভিযোগ করেন, আদিলের জন্য পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন তিনি। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আমি কোথায় যাব বলে দিন। কী ভাবে সবাইকে মুখ দেখাব? আমি একটা সাধারণ মেয়ে। একজন ভারতীয় তারকা। একটা ব্র্যান্ড। এক বছরের মধ্যে আমাকে ডিভোর্স করে দিল।”
আরও পড়ুন: মর্ত্য থেকে মহাকাশ! জন্মদিনে অভিনব উপহার শ্রাবন্তীর ঝুলিতে, তারায় রটল তাঁর নাম
advertisement
আরও পড়ুন: বিতর্কে জর্জরিত নুসরত! ‘যে সমাজে…’, নিজেকে আগলে কড়া বার্তা নায়িকার, কী বললেন
আদিলের বিরুদ্ধে রাখির একাধিক অভিযোগর একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। সম্প্রতি মাইসোর জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। তার পরেই রাখির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন তিনি। রাখি অভিযোগ করেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর পেটে লাথি মারেন আদিল। যার ফলে গর্ভেই তাঁর সন্তানের মৃত্যু হয়। আদিল যদিও বলছিলেন, “ও কী করে অন্তঃসত্ত্বা হবে? ও যখন হাসপাতালে ভর্তি ছিল, আমি ওর সঙ্গে ছিলাম। বয়সজনিত কারণে ওর জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিতে হয়।”