TRENDING:

আইএফএফআই-তে বাংলার রাজকাহিনীরা

Last Updated:

বাংলার তিন খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও দেবেশ চট্টোপাধ্যায়৷ ২০ নভেম্বর থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই তিন বাংলা ছবিই আপাতত, বাংলাকে প্রতিনিধিত্ব করবে জাতীয় সিনেমার পর্দায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  জাতীয় সিনেমার পর্দায় বাংলার ‘থ্রি মাসকেটিয়ার্স’-এর দারুণ এন্ট্রি! এই দুরন্ত এন্ট্রি নিলেন বাংলার তিন খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায় ৷  ২০ নভেম্বর থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই তিন বাংলা ছবিই আপাতত, বাংলাকে প্রতিনিধিত্ব করবে জাতীয় সিনেমার পর্দায়৷
advertisement

কাঁটাতারের বেড়ায় ভারত-পাকিস্তান বিভাগ ও এক যৌনপল্লীকে প্রেক্ষাপট বানিয়ে তৈরি হয়েছে সৃজিতের ছবি ‘রাজকাহিনী’৷ ছবি মুক্তির পর থেকেই সমালোচকদের তীক্ষ্ম নজরে পড়েছিল সৃজিতের এই ছবি৷ অন্যদিকে মাল্টিপ্লেক্স ও থিয়েটার হলের টানাপোড়েন এবং এক সিনেমা হলের মালিকের গল্প বলে কৌশিকের ‘সিনেমাওয়ালা’৷ থিয়েটার অভিনেত্রী কেয়া চক্রবর্তীর জীবনকে ‘নাটকের মতো’র মধ্যে দিয়ে সেলুলয়েডে ধরেছিলেন দেবেশ চট্টোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু এই তিন ছবিই নয়, এই চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা’ বিভাগে জায়গা করে নিয়েছে, সলমন খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’, পরিচালক নীরজ ঘেয়নের ‘মাসান’ ও পরিচালক চৈতন্য তামাহনের ‘কোর্ট’৷ এই ছবিটি ভারত তরফ থেকে রয়েছে অস্কার দৌড়েও৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আইএফএফআই-তে বাংলার রাজকাহিনীরা