সূত্রের খবর, কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে জঙ্গলে রজনীকান্তকে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরোবেন গ্রিলস৷ ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর বিশেষ এপিসোডে বেয়ার গ্রিলস-এর সঙ্গে দেখা যাবে রজনীকে৷ গভীর জঙ্গলে দিনে ৬ ঘণ্টা ধরে চলছে শ্যুটিং৷ ২৭ জানুয়ারি প্রথম দিনের শ্যুটিং হয়ে গিয়েছে৷ বাকি শ্যুটিং মঙ্গলবার হবে৷
advertisement
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শ্যুটিংয়ের জন্য অভিনয় থেকে কয়েক দিনের জন্য বিশ্রাম নিয়েছেন রজনীকান্ত৷ পৌঁছে গিয়েছেন মহীশূরে৷ তাঁর ব্যস্ত সময় থেকে ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর জন্য দু দিন বরাদ্দ করেছেন রজনীকান্ত৷ মহীশূরে একেবারে গভীর জঙ্গলে চলে গিয়েছেন৷
এর আগে হলিউডের তাবড় সুপারস্টার বেয়ার গ্রিলস-এর সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ডে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন৷ এই প্রথম ভারতের সুপারস্টার রজনীকান্তকে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরচ্ছেন বেয়ার৷
দেখুন ভিডিও: রজনীকান্তের সঙ্গে বেয়ার গ্রিলস, দেখুন