TRENDING:

সেফ হোম এ বার উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে, জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক

Last Updated:

কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ তবে টুইটবার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড আক্রান্তদের কাছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে এ বার নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে ৷ টুইট করে এ খবর জানালেন সেখানকার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ তবে টুইটবার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড আক্রান্তদের কাছে ৷
advertisement

শুধু কলেজ নয় ৷ ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফ হোমে ৷ মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস ৷

কোভিড পজিটিভ কিন্তু উপসর্গহীন এরকম রোগীদেরই রাখা হবে এই সেফ হোমগুলিতে ৷ কলকাতার সঙ্গে দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে সরকারি বিদ্যালয়ে তৈরি করা হবে সেফ হোম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কোন জেলায় কোন কোন স্কুলকে নেওয়া হবে, সেটা চিহ্নিত করবে জেলা প্রশাসন ৷ ইতিমধ্যেই আট দফা নির্বাচনে বেশ কিছু স্কুল কলেজ ব্যবহৃত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর আবাস হিসেবে ৷ প্রশাসনিক স্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আবার যখন স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে, তার আগে যথাযথভাবে স্যানিটাইজ করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সেফ হোম এ বার উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে, জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল