মধ্যপ্রদেশের জামাই রাজ কাপুরের ১৯৪৬ সালে মাত্র ২২ বছর বয়সে কৃষ্ণা মালহোত্রার সঙ্গে বিয়ে হয়েছিল ৷ কৃষ্ণা রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের মামার মেয়ে ছিলেন ৷ সেই থেকেই অভিজাত কাপুর পরিবারের যাত্রা শুরু হয়েছিল ৷ রাজ কাপুরের ব্যাপ্তি শুধুই ভারতেই নয় বিদেশেও কাপুরের পরিবারকে সম্মান করা হত পৃথ্বীরাজ কাপুরের সময় থেকেই ৷ কৃষ্ণা কাপুরের সঙ্গে বিবাহিত জীবনে বেশ কিছু ভাল ও খারাপ সময়ে লড়াই করে জয়ী হয়েছিলেন রাজ কাপুর ৷
advertisement
রাজ কাপুরের পাঁচ সন্তান ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, রিমা কাপুর, ঋতু নন্দা ৷ তাঁর এই পাঁচ সন্তানও পরবর্তী কালে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন ৷ শ্রী ৪২০, মেরা নাম জোকার, আনাড়ি, ছলিয়া, আওয়ারা, ধরম করম ইত্যাদি ছবির জন্যই তিনি অমর হয়ে থাকবেন ৷ ছেলে ঋষি কাপুরকে নায়ক হিসাবে ববি ছবিতে প্রতিষ্ঠিত করেছিলেন রাজ কাপুর ৷ পরবর্তীকালে সেই ছবিই এক ইতিহাস হয়ে ওঠে ৷