হাতে বাকি মাত্র তিন দিন। তার আগেই চলছে জোর প্রস্তুতি! কিসের প্রস্তুতি তা বোঝা যাচ্ছিল না রাজ ও কৌশানীর আলোচনায়! কৌশানী একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে হট ড্রেস পরে বসে আছেন কৌশানী! রাজ এসে কৌশানীকে বলছেন, “এর আগে কখনও এই রোল করসিনি!” শুনেই কৌসানী বলছেন, কী চরিত্র প্লিজ বলো! আর মজা করে চলেছেন রাজ। গোটা স্ক্রিন জুড়ে শুধু তুই আর তুই। এবার আর ঠিক থাকতে পারছেন না কৌশানী! এর রাজ যা বললেন তাতে বিরাট চমক!
advertisement
এরপরই রাজ বলেন, ” চরিত্রটা হল সিরিজ শুরু হচ্ছে আর তুই গুটি গুটি পায়ে স্ক্রিন থেকে বেরিয়ে সোজা বিদেশে চলে গেলি। আর ফিরলি না।” যা শুনে ফের উৎসাহ দেখালেন কৌশানী। এরপর রাজ বলেন, দারুণ ফটোশ্যুট করতে হবে। খিচিং খিচিং খিচিং! অনেক সুন্দর ছবি তুলতে হবে! তাহলেই তো ছবি হিট!” যদিও এরপর রাজ যা বলেন তা খুব হতাশা জনক। তিনি বলেন, “তুই মারা যাচ্ছিস। তোর পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যাচ্ছিস। আর দেওয়ালে তোর ছবি ঝুলবে। এটাই তোর রোল।”
আরও পড়ুন: টাকেও গজাবে চুল! বর্ষাকালে চুলের যত্নে সেরা এই তিন ভেষজ! জানুন ব্যবহারের পদ্ধতি
আরও পড়ুন:
শুনেই ফের হেসে ফেলেন কৌশানী। আসলে ১১ অগাস্ট জি ফাউভে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই ‘আবার প্রলয়’-এর হাত ধরে ওয়েব সিরিজে হাতখড়ি কৌশানীর! এটি তাঁরই এক প্রচার কৌশল। ইতিমধ্যে ট্রেলর দেখা গিয়েছে এই সিরিজের! যেখানে ঋত্বিক চক্রবর্তীর লুক নিয়ে প্রশংসা হয়েছে যেমন। তেমনই রাহুলের মতো অভিনয় প্রবল সমালোচনাও করেছেন।