TRENDING:

‘বুকের ওড়নাটা নামিয়ে নাও’, হবু বৌদিকে ধমকে দিলেন সলমনের বোন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পরই নতুন সুন্দরীর প্রেমে পড়েছেন সলমনের খানের ভাই অভিনেতা আরবাজ খান ৷ সুন্দরী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে মাঝে-মধ্যেই ঘুরতে দেখা যাচ্ছে আরবাজ খানকে ৷ এমনকী, নতুন এই প্রেমিকাকে বাড়িতেও বহুবার নিয়ে এসেছেন আরবাজ ৷ তবে কবে ঠিক বিয়ে করছেন আরবাজ ও জর্জিয়া, তা কিন্তু একেবারেই পরিষ্কার নয় ৷
advertisement

তবে এরই মাঝখানে হবু বৌদিকে নিয়ে কিন্তু বেশ চিন্তিত সলমনের বোন অর্পিতা খান শর্মা ৷ বহু বৌদির চালচলন নিয়ে কিন্তু মোটেই সন্তুষ্ট নন অর্পিতা ৷ আর তাই তো, আশ-পাশ না দেখে রীতিমতো হবু বৌদিকে ধমকে দিলেন অর্পিতা !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গপ্পোটা হল, একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন সলমন ও তাঁর পরিবার ৷ পার্টিতে ছিলেন আরবাজের প্রেমিকা জর্জিয়াও ৷ জর্জিয়া এমন এক পোশাক পরেছিলেন, যেখানে নাকি কিছুটা উন্মুক্ত ছিল তাঁর বুক ! ব্যস, তা দেখেই রীতিমতো অসুন্তুষ্ট হলেন অর্পিতা, সঙ্গে সঙ্গে হবু বৌদিকে ধমক ৷ সোজা বললেন, বুকটা ওড়না দিয়ে ঢেকে নাও ! হবু বৌদিও ছোট ননদের কথা অক্ষরে অক্ষরে করলেন পালন !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বুকের ওড়নাটা নামিয়ে নাও’, হবু বৌদিকে ধমকে দিলেন সলমনের বোন