২০১৯ সালে ‘পাগলপন্তি’-র সেটে এই জুটির আলাপ। আর দেখামাত্রই একে অপরের প্রতি ভাল লাগা শুরু। ফলে শীঘ্রই শুরু হয়ে যায় ডেটিং। এর কয়েক মাস পরেই অবশ্য নিজেদের এই সম্পর্কে সীলমোহর দেন কৃতী-পুলকিত। এর প্রায় চার বছর পরে চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। এই তারকা-জুটির রোকা অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
advertisement
এবার বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে, চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন পুলকিত-কৃতী। এই জল্পনা মাঝেই News18 Showsha এক্সক্লুসিভ ভাবে জানতে পেরেছে তাঁদের বিয়ের দিনক্ষণ। এক সূত্রের দাবি, আগামী বুধবার অর্থাৎ ১৩ মার্চ শুরু হচ্ছে তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। আর চার দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগামী ১৫ মার্চই সাতপাকে ঘুরবেন পুলকিত-কৃতী। আর এই বিয়ের আসর বসতে চলেছে দিল্লিতে। কারণ ওই শহরই এই দুই তারকার জন্মস্থান। কৃতীর পরিবার পরে বেঙ্গালুরুতে চলে গেলেও পুলকিতের পরিবার কিন্তু এখনও দিল্লিরই বাসিন্দা।
সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, পুলকিত এবং কৃতী কিন্তু বিলাসবহুল কায়দায় বিয়েটা করতে চাইছেন না। বরং পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে একান্ত ঘরোয়া ভাবে বিয়েটা সারতে চাইছেন তাঁরা। ঘনিষ্ঠ সূত্রটির বক্তব্য, ওই তারকা জুটির বিশেষ দিনে খুব বেশি বলিউড তারকা সামিল হবে না। যদিও ইন্ডাস্ট্রিতে পুলকিত-কৃতীর ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবই এই অনুষ্ঠানে সামিল হবেন। বরুণ শর্মা-সহ ‘ফুকরে’ ছবির অন্যান্য কলাকুশলীদের পরের সপ্তাহে দিল্লি উড়ে যাওয়ার কথা।
‘পাগলপন্তি’ ছাড়াও ২০১৮ সালের ‘ভিরে কি ওয়েডিং’ ছবিতে দেখা গিয়েছে পুলকিত এবং কৃতীকে। একসঙ্গে এই জুটিকে শেষ দেখা গিয়েছিল বিজয় নাম্বিয়ারের ২০২০ সালের ‘তাইশ’ ছবিতে। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা এই তারকা যুগল। কখনও ডিনার ডেট, তো কখনও আবার অবসরযাপন – বহুবার একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে মার্চ মাসে বিয়ের প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন পুলকিত-কৃতী। আসলে ওই সময় কৃতী লিখেছিলেন, “লেটস মার্চ টুগেদার।” জবাবে পুলকিত জানিয়েছিলেন, “আই ডু।”