সম্প্রতি পূজাকে দেখা গিয়েছে বাথটবে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। সেখানে দেখা গোলাপি হট পোশাকে বাথটবে শুয়ে আছেন পূজা! পায়ে সাদা স্নিকার! জুতো পরেই বাথটবে শুয়ে পরেছেন তিনি। অফ সোল্ডার হট পোশাকে মন কেড়েছেন পূজা! বহু মানুষ নায়িকার এই ছবি দেখে প্রশংসা করেছেন। তবে এই পোস্টেই ট্রোলড হতে হয় পূজাকে!
দেখা যায় পূজার পোস্টে কমেন্টের পর কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে! সেখানে একজন লিখেছেন, “ম্যাম আপনি হয়ত ভুলে গেছেন যে আপনার স্নান হয়ে গেছে। তারপরেও স্নিকার পরে আপনি বাথটবে! ওগুলো ভিজে যাবে তো! ” আবার কেউ লিখেছন, ‘জুতো পরে বাথটবে? নোংরা হবে তো!’
আরও পড়ুন: ‘তোর পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যাচ্ছিস!’ কৌশানীর সব সম্পত্তি পাবেন রাজ! বলছেন ‘খেলাও হবে’! জানুন
আরও পড়ুন:
আবার একজন লিখেছেন, “আপনাকে সব রকম ভাবেই সুন্দর দেখতে লাগে।” মোট কথা এই পোস্ট এখন চর্চায়! বহু মানুষ তাঁর এই ছবিতে কমেন্ট করেছেন! এছাড়াও ইনস্টাগ্রামে পূজার বহু হট ভিডিও রয়েছে। স্বামী কুণালের সঙ্গে ও ছেলের সঙ্গেও ছবি ভিডিও রয়েছে নায়িকার! ভাইরাল প্রায় সবকটি ভিডিওই! তবে পূজাকে কী আবার সিনেমা সিরিয়ালে দেখা যাবে? সে বিষয়ে আপাতত কিছু জানাননি তিনি। তবে আপাতত মডেলিংয়েই ব্যস্ত নায়িকা!