সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে বাবার সঙ্গে দেখা গিয়েছে তৃশানজিৎকে। বাবা না ছেলে? কার বয়সটা বেশি? বোঝা যাবে না। সান্টা বুড়ো কোমর দুলিয়ে নাচছেন, সঙ্গে তালে তালে নাচছেন বাবা-ছেলে। দু-জন দুদিকে দাঁড়িয়ে খুব মজা করে উদযাপন করছেন বড়দিন। মাথায় লাল টুপি, পাশে সাজানো ক্রিসমাস ট্রি, আর চারিদিকে আলোর রোশনাই, বড়দিন উদযাপনে বড় ধামাকা।
আরও পড়ুন : হলুদ শাড়ি, গায়ে হলুদের ছোঁয়া! পৌষে বাড়ির বিয়ের অনুষ্ঠানে মাতলেন ঋতাভরী, দেখুন ছবি
আরও পড়ুন : 'বেশরম রং' নিয়ে চরম বিতর্কের মাঝেই নয়া চমক শাহরুখ-দীপিকার! দেখলে অবাক হবেন
সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ নিজেই। যদিও বাবা বলে থাকেন, ছেলের অভিনয়ের চেয়ে বেশি আগ্রহ ক্রিকেটেই। তবে বিভিন্ন বাংলা ছবির প্রচারে বাবার সঙ্গে দেখা যাচ্ছে ছেলেকেও। তবে কি বড়পর্দাতেও বাবা-ছেলেকে দেখা যেতে পারে এই ভাবে? তা এখন সময়ের অপেক্ষা