জোর জল্পনা, সৃজিতের ছবিতে মহাপ্রভুর দুই স্ত্রী বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়ার মধ্যে কোনও একজনের চরিত্রে দেখা দিতে চলেছেন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গে নায়িকা সাফ জানিয়েছেন যে সৃজিত তো বটেই, ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বও কাজটা পেতে তাঁর সহায়ক হয়েছে। প্রিয়াঙ্কার বক্তব্য, পরমব্রত শুধু তাঁর পছন্দের অভিনেতাই নন, একই সঙ্গে তিনি খুবই পছন্দের এক মানুষও নায়িকার বন্ধুদের জগতে। আবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকার সম্পর্ক অনেকটাই গুরু-শিষ্যার মতো, দীর্ঘ দিন ধরে নানা কাজের ব্যাপারে পরিচালকের পরামর্শ যে তাঁকে অভিনেত্রী হিসেবে পোক্ত করে তুলেছে, সে কথা তিনি জোর গলায় স্বীকার করে নিয়েছেন।
advertisement
অবশ্য শুধুই পরমব্রত বা সৃজিত নয়, টলিউডের যাত্রাপথে আরও অনেক অভিনেতা, অভিনেত্রীর অবদানের কথাও প্রিয়াঙ্কা অকপটে স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন যে একেবারে কেরিয়ারের শুরু থেকেই তিনি টলিউডের অন্যতম প্রতিভাবান প্রয়াত অভিনেতা কুণাল মিত্রর (Kunal Mitra) পরামর্শ পেয়েছেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাঁকে নানা সময়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিখ্যাত প্রযোজকদের সঙ্গে, বলেছেন সে কথাও। সর্বোপরি স্বীকার করে নিয়েছেন বাংলা ছবির গডফাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) অবদান, জানিয়েছেন যে তাঁর নিরন্তর অনুপ্রেরণা এবং উৎসাহও অভিনয় জগতে তাঁকে টিঁকে থাকতে সাহায্য করেছে!