TRENDING:

আমার মতো ভিলেন নেই: প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ এখন তো প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কম, হলিউডেই সদা ব্যস্ত ৷ তবে এর বাইরেও প্রিয়াঙ্কা বিন্দাস নায়িকা হওয়ার জন্যই আরও বেশি জনপ্রিয় ৷
advertisement

প্রিয়াঙ্কা চোপড়া কখনই রেখে-ঢেকে কথা বলেন না ৷ যা বলেন একেবারে মুখের ওপরে ৷ তা ছবি বিষয়ক কিংবা হোক ব্যক্তিগত ৷ শাহরুখ খানের নাম জুড়িয়ে যখন গুজবে এসেছিলেন প্রিয়াঙ্কা তখনও প্রতিবাদ করেছিলেন সবার মুখের সামনেই৷ এই বিন্দাস হওয়ার কারণে কখনও বদনাম হয়েছেন প্রিয়াঙ্কা, কখনও সুনামও কুড়িয়েছেন তিনি ৷ তবে যাই হোক প্রিয়াঙ্কা কিন্তু বদলায়নি ৷ এখনও রয়েছেন বিন্দাস ৷

advertisement

আপাতত, প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন ‘কোয়ান্টিকা’ সিজন টু-এর শ্যুটিংয়ে ৷ শ্যুটিং ফ্লোর থেকে নানারকম ছবিও আপলোড করেছেন ট্যুইটারে ৷ তবে শুধু মার্কিন টেলিভিশন ধারাবাহিক নয় ৷ হলিউড ছবি ‘বেওয়াচ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ আর এই ছবিতে মোটেই প্রিয়াঙ্কা হিরোইন নন ৷ বরং খলনায়িকা !

‘বেওয়াচ’ ছবিতে ভিলেনের অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা জানালেন, ‘এরকম ভিলেন এখনও অবধি সিনেমায় কেউ দেখেনি ৷ সুন্দরী, কনফিডেন্ট ৷ আর একেবারে কুল ৷ একেবারে ঠান্ডা মাথায় শয়তানি করে যায় এই ভিলেন ৷ আমার মনে হয় আমার মতো কেউ ভিলেন হতেই পারবে না !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘কোয়ান্টিকো’ প্রথম সিজন দারুণ হিট মার্কিন টেলিভিশনে ৷ প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে অস্কারের মঞ্চেও ৷ প্রিয়াঙ্কা শুধু আর বলিউডের ফেস নন, বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয় ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার মতো ভিলেন নেই: প্রিয়াঙ্কা চোপড়া