অনেকেই আবার প্রিয়াঙ্কার ব্র্যান্ড দিয়ে ব্রিটিশদের পাল্টা লুঠ করার নির্দেশ দিয়েছেন। (Priyanka Chopra) বিয়ের পর আমেরিকা নিবাসী প্রিয়াঙ্কাকে তাঁরা পরামর্শ দিয়েছেন, ভুল ফর্সাদের লুঠছেন তিনি, আগে লন্ডনে এই ব্র্যান্ড খোলা উচিত প্রিয়াঙ্কার। ব্রিটিশ শাসনে রাখার সময় ভারতকে যেভাবে তারা লুঠ করেছে, প্রিয়াঙ্কারও এখন এই ব্র্যান্ডের জিনিস সেখানে বিক্রি করে লুঠ করা উচিত বলে মত সমালোচকদের। সোনা হোমের থিম ভারতীয় সংস্কৃতি।
advertisement
আরও পড়ুন: একাধিক সম্পর্কে আপত্তি বোনের, সবক শেখাতে দাঁড়িয়ে থেকে গণধর্ষণ ও খুন করাল দিদি!
আরও পড়ুন: আপনি কি হেডফোন অন্যদের সঙ্গে শেয়ার করেন? বড় ক্ষতি হতে পারে! জানুন
প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রামে সেই কথা নিজেই শেয়ার করেছেন। কিন্তু একটি টেবিলের ঢাকনার দাম সেখানে অত্যন্ত বেশি বলেছেন প্রিয়াঙ্কার ভক্তরা। দু'ধরনের জিনিস রয়েছে সোনা হোমে। সুলতান্স গার্ডেন ও পান্না কালেকশন। পাল্লা টেবিল ক্লথের দাম ১৪ হাজার ৪৩ টাকা। পান্না চারকোনা টেবিলক্লথের দাম ৩০ হাজার ৬১২ টাকা। চারটি পান্না কোস্টারের দাম ৪ হাজার ৫৭৬ টাকা। একটি ডিনার প্লেট ৪৭৩৩ টাকা, কফি মগ ৩৪৭১ টাকা। দাম শুনে হতবাক সকলেই।
কাজের দিক থেকে আপাতত হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। সদ্য মা-ও হয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান এসেছে তাঁদের ঘরে। এরই সঙ্গে হোটেল-রেস্তোরাঁও চালান নায়িকা। তবে খুব শীঘ্রই ফারহান আখতারের পরিচালনায় বলিউডে ছবি করবেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে। ছবির নাম জি লে জারা।