অন্যকে ক্ষতি না করে যদি জীবন চলে ৷ প্রিয়াঙ্কার শরীর অত্যন্ত সুন্দর শরীর, এমন এক সুন্দর শরীর নিয়ে গর্ব করা উচিৎ ৷ বিদ্রুপের মুখে কড়া জবাব দিয়েছেন মা মধু চোপড়াও তিনি জানিয়েছেন যাঁদের জীবনে বড় কোনও কিছু ভাবনা চিন্তা নেই তাঁরাই বলবেন প্রিয়াঙ্কা এই পোশাক পরে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ তাঁদের নিজেদের জীবনে খুসি নেই বলেই অন্যের খুশিতে তীর্যক মন্তব্য করেছেন ৷ তিনি দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রেও জানিয়েছেন তিনি কোনও মানে দেখেন না দৃষ্টি আকর্ষণের ৷ মা মধু চোপড়া আরও জানিয়েছেন এই পোশাক পরার আগে মেয়ে প্রিয়াঙ্কা স্যাম্পেল দেখিয়েছেন ৷
তিনি বুঝেছিলেন এই পোশাক পরাটা একটু ঝুঁকি হতে পারে ৷ তবে এই পোশাকটি অত্যন্ত সুন্দর পোশাক ৷ ফ্যাসন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কার নেকলাইন পোশাকের বিষয়ে বলেছিলেন যেকোনও পোশাক পরার একটি নির্দিষ্ট বয়স থাকে তাঁর এই বক্তব্য পোশাক সংক্রান্ত বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে ৷ এই নিয়েই প্রিয়াঙ্কার মায়ের সপাটে জবাব সোশাল মিডিয়ায় ৷