TRENDING:

Rakhi Sawant Video on Poonam Pandey: "তুই ন্যানো..."! পুনমকাণ্ডে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়াই সেরা! ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শোরগোল

Last Updated:

প্রথমে পুনমের মৃত্যুর খবরে সকলে গভীর শোকাহত হন, পরে মৃত্যুর ভুয়ো খবরে নিন্দার ঝড় ওঠে৷ তবে এই পুনমকাণ্ডে তাঁর বন্ধু রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া ছিল একেবারেই হটকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পুনম পান্ডের মৃত্যু সংক্রান্ত সব খবর সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র পাবলিসিটর জন্য এমন কোনও তারকা করতে পারেন, কেউ কখনও ভাবেননি! ফলে এভাবে মৃত্যুর খবর ছড়িয়ে যে মারাত্মক ভুল করেছেন পুনম, এক কথায় মানছেন সাধারণ মানুষ থেকে তারকারা সকলে৷
advertisement

পুনম জানিয়েছেন যে সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য এমন করেছিলেন তিনি৷ নিজেই এই খবর রটিয়েছিলেন পুনম, পরে জানিয়েছেন তিনি। প্রথমে তাঁর মৃত্যুর খবরে সকলে গভীর শোকাহত হন, পরে মৃত্যুর ভুয়ো খবরে নিন্দার ঝড় ওঠে৷ তবে এই পুনমকাণ্ডে তাঁর বন্ধু রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া ছিল একেবারেই হটকে!

আরও পড়ুনRich Child Actor: শিশু শিল্পী হিসেবে সুপারহিট! ১৭ বছরেই ১০ কোটির মালিক, এখন স্টারদের নায়িকা, চেনেন এই অভিনেত্রীকে?

advertisement

পুনম পান্ডে মানেই বিতর্ক৷ রিয়্যালিটি শো এবং মডেলিংয়ের ক্ষেত্রে বেশ খ্যাতি অর্জন করেন পুনম। তাঁর আয়ের উৎসও সিনেমা এবং টিভিও বটে। তা ছাড়া ম্যাগাজিনের জন্য ফোটোশুটের মাধ্যমেও প্রচুর অর্থ উপার্জন করেছেন পুনম।বিলাসবহুল গাড়ি পছন্দ করেন পুনম। মুম্বইয়ের একটি দামী এলাকায় তাঁর ফ্ল্যাট। পুনম তাঁর তৈরি অ্যাপ থেকেও প্রচুর আয় করছেন। তিনি গাড়ির বিষয়ে খুব শৌখিন৷ ফলে তাঁকে নিয়ে মন্তব্য করতে গিয়ে গাড়ির কথা উল্লেখ করেছেন রাখি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

প্রথমে তাঁর মৃত্যুর খবরে অন্যান্যদের মতো রাখিও খুব কষ্ট পান৷ পরে আবার মৃত্যুর ভুয়ো খবরে তিনি খুবই রেগে যান৷ জনপ্রিয়তার নিরিখে পুনম রাখির চেয়ে অনেক এগিয়ে এমনই দাবি করেন পুনম৷ ফলে দুই বন্ধুর দেখা হলে নিজেকে বড় বড় গাড়ির সঙ্গে তুলনা করতেন পুনম৷ নিজেকে তুলনা করতেন ল্যাম্বরগিনি, মর্সিডিজ, অডি গাড়ির সঙ্গে৷ আর রাখিকে নাকি বলতেন ন্যানো৷ এমনই জানিয়েছেন রাখি৷ কিন্তু পুনমের এই কান্ডে রাখি পুনমকে বলেন যে এভাবে সকলের আবেগের সঙ্গে খেলা করে নিজেকে আসলে ছোটই করেছেন পুনম৷ ফলে তিনি ন্যানো গাড়ি! এমনই মন্তব্য করেন রাখি সাওয়ান্ত৷ প্রথমে পুনমের এই কাণ্ড, পরে রাখির এই মন্তব্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়া সরগরম৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant Video on Poonam Pandey: "তুই ন্যানো..."! পুনমকাণ্ডে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়াই সেরা! ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল