TRENDING:

'Pathaan' Box Office Collection: সব রেকর্ড চুরমার, ১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন 'এভাবেও ফিরে আসা যায়'

Last Updated:

সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শাহরুখ প্রমাণ করেছেন 'এভাবেও ফিরে আসা যায়'! ৪ বছরের বিরতির পর 'পাঠান দিয়ে কামব্যাক করে ইতিহাস লিখলেন বাদশা! রিলিজের পর থেকে এখন পর্যন্ত 'পাঠান'-এর জয়যাত্রা অব্যাহত! অব্যাহত 'পাঠান'-এর জয়জয়কার! সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল। এরমধ্যে ভারতে এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৬২৩ কোটির, বিদেশে ৩৭৭ কোটির।
advertisement

advertisement

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'পাঠান'-এর আয় জানান। তিনি লেখেন, '' আজ, অর্থাৎ মুক্তির ২৮ তম দিন এবং চতুর্থ মঙ্গলবার 'পাঠান' ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। হিন্দি ভাষায় এটিই প্রথম ছবি যা এই রেকর্ড ব্যবসা করল। এছাড়া দ্রুততম ৫০০ কোটির ব্যবসা করার নিরিখেও শীর্ষে 'পাঠান'। চতুর্থ সপ্তাহের শুক্রবার ২.২০ কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা, রবিবার ৪.১৫ কোটি টাকা, সোমবার ১.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট করলে দাঁড়ায় ৪৯৮.৯৫ কোটি টাকা।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি। ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছিল। দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। বিদেশে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি মুক্তি পায় সাড়ে ৫ হাজার পর্দায়। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পায়। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করে আমেরিকায়। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় আয় সবচেয়ে বেশি ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'Pathaan' Box Office Collection: সব রেকর্ড চুরমার, ১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন 'এভাবেও ফিরে আসা যায়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল