advertisement
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'পাঠান'-এর আয় জানান। তিনি লেখেন, '' আজ, অর্থাৎ মুক্তির ২৮ তম দিন এবং চতুর্থ মঙ্গলবার 'পাঠান' ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। হিন্দি ভাষায় এটিই প্রথম ছবি যা এই রেকর্ড ব্যবসা করল। এছাড়া দ্রুততম ৫০০ কোটির ব্যবসা করার নিরিখেও শীর্ষে 'পাঠান'। চতুর্থ সপ্তাহের শুক্রবার ২.২০ কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা, রবিবার ৪.১৫ কোটি টাকা, সোমবার ১.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট করলে দাঁড়ায় ৪৯৮.৯৫ কোটি টাকা।''
২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি। ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছিল। দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। বিদেশে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি মুক্তি পায় সাড়ে ৫ হাজার পর্দায়। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পায়। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করে আমেরিকায়। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় আয় সবচেয়ে বেশি ছিল।