TRENDING:

কোমরে স্ট্রেচমার্ক, পরিণীতির ছবি নিয়ে ইন্টারনেটে শোরগোল !

Last Updated:

ছবি হাতে থাকলে কথাই নেই ৷ আর না থাকলেও দর্শকদের কাছে নিজেদের রোজ রোজ তুলে ধরতে সোশ্যাল নেটওয়ার্কে ছবি আপলোড করতে পিছ পা হন না নামি দামি সেলেবরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছবি হাতে থাকলে কথাই নেই ৷ আর না থাকলেও দর্শকদের কাছে নিজেদের রোজ রোজ তুলে ধরতে সোশ্যাল নেটওয়ার্কে ছবি আপলোড করতে পিছ পা হন না নামি দামি সেলেবরা ৷ এর ফলে একদিকে জনপ্রিয়তা বাড়ে যেমন, তেমনি ফ্যানদের কাছে সহজেই পৌঁছে যান সেলিব্রিটিরা ৷
advertisement

অনেক সময়ই এই সব ছবি ইন্টারনেটে নানারকম রসিকতাও ঘটে সেলেবদের নিয়ে ৷ তবে এই সবে কান দেন না অনেকেই৷ ঠিক যেমন পরিণীতি চোপড়া ৷ সম্প্রতি একটা ছবি আপলোড করে শোরগোল ফেলে দিয়েছেন গোটা সোশ্যাল নেটওয়ার্কে ৷

advertisement

গপ্পোটা হল, ইনস্টাগ্রামে ছবি আপলোড করলেন পরিণীতি ৷ চোখে সানগ্লাস, পরনে ডেনিম শার্ট ৷ বেশ হাসি-খুশি অবতারে পরিণীতি চোপড়া ৷ কিন্তু আপনার চোখ গিয়ে থামবে সোজা পরিণীতির কোমরে ৷ একী নায়িকার কোমরে স্ট্রেচমার্ক ! নায়িকা জানেন তো?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পরিণীতি এতটাই বিন্দাস যে, এই ছবি শেয়ার করেছেন খুশি খুশি ৷ তবে নেটিজেনরা রসিকতা নয়, বরং বাহবাই দিচ্ছেন পরিণীতিকে ৷ লোকে বলছে নিজের ইমেজের কথা না ভেবে এরকম ছবি আপলোড ! এলেম আছে মেয়ের ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কোমরে স্ট্রেচমার্ক, পরিণীতির ছবি নিয়ে ইন্টারনেটে শোরগোল !