TRENDING:

Palash Sen : 'MTV তে ইউফোরিয়ার গান বাজে না কেন?', ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন!

Last Updated:

গানের বাজার নিয়ে এবার বড়সড় অভিযোগ আনলেন ইনফোরিয়া-খ্যাত পলাশ সেন (Palash Sen)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
"ডুবা ডুবা রেহেতা হু ইয়াদ মে তেরি
advertisement

দিওয়ানা বন গ্যায়া হু চাহাত মে তেরি"

বুন্দে, বেওয়াফা থেকে মায়েরি! নাইন্টিজ টিনএজারদের কাছে ইউফোরিয়া (Euphoria) ছিল আক্ষরিক অর্থেই প্রেম আর ব্রেক আপের অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। গানের পরতে পরতে ছিল ইমোশন, আবেগ আর প্যাশন। সেসব দিনে ইউফোরিয়ার (Euphoria) সেই মিউজিক ভিডিয়োতে জায়গা করে নিতেন রিমি সেন, বিদ্যা বালানেরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউফোরিয়া আজ বিস্মৃতির পথে। বাদশাহ, মিট ব্রো’জ আর রিমেকের ভিড়ে আর আর শোনা যায় না ‘কভি আনা তো মেরি গলি’। কেন? কী এমন হল? মুখ খুললেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা পলাশ সেন (Palash Sen)।

advertisement

গানের বাজার নিয়ে এবার বড়সড় অভিযোগ আনলেন ইনফোরিয়া-খ্যাত পলাশ সেন (Palash Sen)। সামাজিক মাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে পলাশ লেখেন, “আগে চ্যানেলগুলি ছবির বাইরের গানকেও প্রোমোট করত। টিভি এবং রেডিয়োর ক্ষেত্রেও ওই একই ব্যাপার ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বুঝে গেল একটা বড় জিনিস ওদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা ওই গোটা মিডিয়াই কিনে নিল। পুরো মনোপলিটাই ফিল্ম ইণ্ডাস্ট্রিতে স্থানান্তরিত হয়ে গেল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দীর্ঘ উত্তরে স্পষ্টতই পরিষ্কার ছিল পলাশ সেনের ক্ষোভ। সরাসরি ফিল্ম ইন্ডাস্ট্রির মিডিয়া কিনে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। পলাশ তাঁর কমেন্টে যোগ করেন, “প্রযোজকরা ছবির গানের পিছনে টাকা ঢালতেন। লেবেলের জন্য নয়। তাই লেবেল কেন ছবির বাইরের গানের পাশে থাকবে? আশা করছি কী বলতে চাইছি বুঝতে পারছেন। সবটাই পয়সা…”। ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি মিউজিক ইন্ডাস্ট্রির এই মনোপলি বা একচেটিয়া ব্যবসার অভিযোগ আগেও ভিতর থেকেই উঠেছে। সরব হয়েছেন সোনু নিগম সহ নামজাদা সঙ্গীতশিল্পীরাও। এ বার মুখ খুললেন পলাশ সেনও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Palash Sen : 'MTV তে ইউফোরিয়ার গান বাজে না কেন?', ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল