আরও পড়ুন: পাঁচটি টপলেস ছবিতে মার কাটারি ফিগার এষা গুপ্তার! সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল...
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Oscar Awards 2022) মনোনয়ন ঘোষণা করা হল ৮ ফেব্রুয়ারি। আর তাতেই এল ভারতের জন্য সুসংবাদ। রাইটিং উইথ ফায়ার, রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত ছবি এবার সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন জিতে নিয়েছে। ফিল্মটি অ্যাসেনশন, অ্যাটিকা, ফ্লাই এবং সামার অফ সোল বিভাগে জায়গা করে নিয়েছে।
advertisement
রিন্টু টমাস ট্যুইটারে মনোনয়ন ঘোষণার পর মুহূর্তে তাঁর এবং সুস্মিতের প্রতিক্রিয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কী ভাবে ছবির নাম ঘোষণার মুহূর্তে আনন্দে লাফিয়ে উঠছেন তাঁরা। ৩০ সেকেন্ডের ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে রিন্টু লেখেন, “ওহ মাই গড!!!! রাইটিং উইথ ফায়ার @TheAcademyAward-এর জন্য মনোনীত হয়েছে। হে ভগবান!!!!!!!!"
ইতিমধ্যেই বিশ্বের চলচ্চিত্র জগতে বেশ চর্চায় এই ছবি। ওয়াশিংটন পোস্ট প্রশংসা করে লিখেছিল, সাংবাদিকতা নিয়ে কার্যত সর্বকালের সেরা ছবি এটি। সহ-পরিচালক সুস্মিত ঘোষ বলেছিলেন, “পরিচালক হিসেবে আমি আর রিন্টু সবসময় সদর্থক ছবি বানাতে ভালবাসি। সেখান থেকেই জন্ম নেয় ‘রাইটিং উইথ ফায়ার’। যার সফর এখনও পর্যন্ত বেশ সুন্দর।” ২০০২ সাল থেকে কীভাবে এক দলিত মহিলা একটি সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, এই ডকু ফিচারে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।"
আরও পড়ুন: লতা মঙ্গেশকর 'এই' একটি জিনিস পছন্দ করেননি! তাই অভিনয় ছেড়ে মন দিয়েছিলেন গানে...
প্রসঙ্গত, এবারও ভারতীয় ফিচার ছবির কপালে জুটল না অস্কার (Oscar Awards 2022) । আশা জাগিয়েও অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারল না দক্ষিণী ছবি ‘জয় ভীম’ (Jai Bhim)। মঙ্গলবার সকাল থেকে অস্কার সঞ্চালক জ্যাকলিনের এক ট্যুইটে ‘জয় ভীমে’র অস্কারের মনোনয়নের খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সঞ্চালক জ্যাকলিন একটি ট্যুইটে জানিয়েছিলেন, সেরা ছবির তালিকায় নাকি ‘জয় ভীম’ থাকবেই। তবে জ্যাকলিনের দাবি যে একেবারেই ভ্রান্ত তা প্রমাণ হল অস্কারের মনোনয়ন তালিকাই। কোনও বিভাগেই জায়গা করে নিতে পারল না ভারতের ‘জয় ভীম’। সেখান থেকেই নতুন আগুনে ভোর করে এগোচ্ছে ‘রাইটিং উইথ ফায়ার’।