TRENDING:

অডিশনে যাওয়ার পথেই সব শেষ...! ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন ২২ বছরের অভিনেতা! রক্তস্রোত হাইওয়েতে

Last Updated:

মুম্বাইয়ের জোগেশ্বরী হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় অমান জয়সওয়াল নামের ওই তরুণ অভিনেতার মৃত্যু ঘিরে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। "ধর্তিপুত্র নন্দিনী"-র লেখক ধীরজ মিশ্র জানান, অডিশনে যাওয়ার পথে অভিনেতার বাইকটি ট্রাকের ধাক্কায় ছিটকে যায়। এতেই দুর্ঘটনা ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নতুন কাজের স্বপ্ন, উদ্দীপনা— সব শেষ হয়ে গেল নিমেষে। অডিশন দিতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু ২২ বছরের অভিনেতার। জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল “ধর্তিপুত্র নন্দিনী”-তে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। মুম্বাইয়ের জোগেশ্বরী হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় আমন জয়সওয়াল নামের ওই তরুণ অভিনেতার মৃত্যু ঘিরে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। “ধর্তিপুত্র নন্দিনী”-র লেখক ধীরজ মিশ্র জানান, অডিশনে যাওয়ার পথে অভিনেতার বাইকটি ট্রাকের ধাক্কায় ছিটকে যায়। এতেই দুর্ঘটনা ঘটে।
অডিশনে যাওয়ার পথেই সব শেষ...! ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন ২২ বছরের অভিনেতা! রক্তস্রোত হাইওয়েতে
অডিশনে যাওয়ার পথেই সব শেষ...! ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন ২২ বছরের অভিনেতা! রক্তস্রোত হাইওয়েতে
advertisement

আরও পড়ুন-নীল শার্ট বদলে হল কালো…! সইফকে আসলে ‘ছুরি’ মেরেছিল কে? দ্বিতীয় CCTV ফুটেজে ভয়ঙ্কর চমক!

আরও পড়ুন- দাঁড়ান! ১৮ জানুয়ারি, শনিবার ব্যাঙ্ক বন্ধ না খোলা? জেনে যাচ্ছেন তো…? নয়তো বেকার হয়রানি!

আমনকে দ্রুত ক্যামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আধা ঘণ্টার মধ্যেই তিনি গুরুতর আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা আমন জয়সওয়াল “ধর্তিপুত্র নন্দিনী”-তে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি সোনি টিভির “পুণ্যশ্লোক অহিল্যাবাই”-তে যশবন্ত রাও ফাঁসে এবং রবি দুবে ও সারগুন মেহতা প্রযোজিত জনপ্রিয় শো “উদারিয়াঁ”-তেও অভিনয় করেন। টেলিভিশনে প্রবেশ করার আগে আমন একজন সফল মডেল ছিলেন।

advertisement

আরও পড়ুন- বলুন তো, কোন মাছে সবচেয়ে বেশি ‘প্রোটিন’ আছে…? খেলেই হাড় মজবুত, মস্তিস্ক ‘সচল’ হবে!

ইনস্টাগ্রামে আমন প্রায়ই অভিনয়ের প্রতি তাঁর আবেগ প্রকাশ করতেন। তিনি নিজেকে এমন একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করতেন যিনি নিজের চরিত্রগুলোর মধ্যেই বাঁচতেন। তাঁর শেষ পোস্ট ছিল “ধর্তিপুত্র নন্দিনী” নিয়ে, যেখানে তিনি পরিবারের বিরোধিতা অতিক্রম করে স্বপ্ন পূরণের কথা বলেছিলেন। আমনের ইনস্টাগ্রামে ৬৫,০০০-এর বেশি অনুগামী ছিল এবং তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব ভক্ত এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছিল।

advertisement

স্ক্রিনরাইটার এবং পরিচালক ধীরজ মিশ্র ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী শ্রদ্ধাঞ্জলি লিখে বলেন, **“তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে… ঈশ্বর কখনও কখনও কতটা নিষ্ঠুর হতে পারে আজ তোমার মৃত্যুর মাধ্যমে তা উপলব্ধি করলাম… বিদায়।”**

অভিনেত্রী দীপিকা চিকলিয়া তার শোক এবং হতবাক হওয়ার কথা প্রকাশ করে বলেন, **“এটি অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের সদস্যরা মুম্বাইয়ে আসছেন তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য। তারা বালিয়া, বিহারে তার শেষকৃত্য করবেন। আমি হাসপাতালে গিয়েছিলাম। পরিবারের লোকেরা রাতে আসবে। আমরা কাল একটি প্রার্থনা সভার আয়োজন করব। আমি কাল তার বাবা-মার সাথে কথা বলব। তারা ভীষণ খারাপ অবস্থায় আছেন। তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা কথা বলার অবস্থায়ও নেই।”**

advertisement

আমনের অকাল মৃত্যু টেলিভিশন শিল্পে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। সহকর্মী এবং ভক্তরা এই প্রতিভাবান তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
অডিশনে যাওয়ার পথেই সব শেষ...! ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন ২২ বছরের অভিনেতা! রক্তস্রোত হাইওয়েতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল