ছবির সঙ্গে অনুরাগীদের জন্য একটি মিষ্টি বার্তাও শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, "এটি একটি ভাল বছর হতে চলেছে"। এ ছাড়াও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি অ্যালবাম শেয়ার করেছেন অভিনেত্রী। যাতে অক্সিজেন মাস্ক সহও অভিনেত্রীর একটি ছবি ধরা পড়েছে। তাঁর থেরাপি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন সামান্থা।
আরও পড়ুন: কোয়েল মল্লিকের জন্মদিনে দারুণ 'উপহার'! নায়িকার এই সিনেমাগুলি দেখলে মুগ্ধ হতেই হবে
advertisement
অ্যালবামের শেষে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের একটা বাণী যাতে লেখা আছে, “যে গাছ লাগায়, সে জানে যে সে কখনই তাদের ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।”
লন্ডনে 'সিটাডেল' ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন তিনি। প্রিমিয়ারে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা একটি কালো কো অর্ড পোশাকে সবার নজর কেড়েছেন সামান্থা।
সামান্থা তাঁর ইনস্টাগ্রাম থেকে সিটাডেল পরিবারেরও একটি ছবি শেয়ার করেছেন। টিম সিটাডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন,"লন্ডনে সিটাডেলের গ্লোবাল প্রিমিয়ারে বিশ্বের সেরাদের মধ্যে থাকতে পেরে সত্যিই খুশি...সিটাডেল ইউনিভার্সের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান"