TRENDING:

Bigg Boss OTT : অভিনেতা রাকেশের পাশে তাঁর প্রাক্তন স্ত্রী ঋধি

Last Updated:

বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) অভিনেতা রাকেশ বাপত-ও একজন প্রতিযোগী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মু্ম্বই : বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) অভিনেতা রাকেশ বাপত-ও একজন প্রতিযোগী ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী রিধি ডোগরা ৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘রাকেশ, তোমার জন্য শুভেচ্ছা, সবসময় ৷’’
advertisement

আট বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে ডিভোর্স হয়ে যায় রাকেশ ও রিধির ৷ বেশ কিছু দিন ধরে তাঁদের আলাদা থাকার গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ অবশেষে যৌথ বিবৃতিতে তাঁরা তাঁদের বিচ্ছেদের কথা জানান ৷ তাঁরা লিখেছিলেন, ‘‘হ্যাঁ, আমরা আলাদা থাকছি...আমরা দু’জনে খুব ভাল বন্ধু যারা হয়তো আর স্বামী স্ত্রী হতে পারব না ৷’’

advertisement

তাঁরা যে দম্পতি না থাকলেও এখনও ভাল বন্ধু, সে কথা প্রমাণ করে দিল প্রাক্তন স্বামীর প্রতি ঋধির শুভেচ্ছা ৷ প্রসঙ্গত রাকেশ হলেন সেই প্রতিযোগীদের মধ্যে অন্যতম, যাঁর নাম বিগ বস ওটিটি মঞ্চে শোনা গিয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিচ্ছেদের পর তাঁর যে মানসিক সমস্যা হয়েছিল, সে কথাও স্বীকার করেছিলেন ঋধি ৷ সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন, হঠাৎই তাঁর নিজেকে খুব একা মনে হচ্ছিল ৷ তাঁর বহুতলেই থাকেন ভাই ৷ যোগাযোগ আছে অন্য আত্মীয়ের সঙ্গেও ৷ তাঁর কথায়, পরিস্থিতি ভাল হওয়ার জন্য তিনি প্রতিনিয়ত প্রার্থনা করেছিলেন ৷ তাতেই তিনি কঠিন পরিস্থিতি পেরিয়ে আসতে পেরেছিলেন ৷ মনে করেন ঋধি ৷ তিনি নিজের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন ৷ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ঋধি ৷  এখন দেখার, তাঁর শুভেচ্ছা বিগ বস-এর ময়দানে প্রাক্তন স্বামী রাকেশকে কতটা সাহস যোগায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT : অভিনেতা রাকেশের পাশে তাঁর প্রাক্তন স্ত্রী ঋধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল