সমস্যায় পড়েন অনুষ্ঠানে হিন্দিতে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে। ভাঙা ভাঙা হিন্দিতে তিনি বলেন "ছোটবেলায় আমি পড়তে খুব ভালবাসতাম। দিনে দু তিনটে পর্যন্ত বইও পড়ে ফেলতাম। মা-ও খুব ভালবাসতেন আমার বই পড়ার অভ্যাস। আপনাদের সবাইকে দেখে...আপনাদের দেখে"-এই পর্যন্ত বলে খেই হারিয়ে পেলেন তিনি। মঞ্চে অপ্রস্তুত তরুণীকে দেখে বোঝাই যাচ্ছে তিনি হিন্দি শব্দ হাতড়াচ্ছেন। শেষে তিনি বলেন "বইপড়ার অভ্যাস কোনওদিনও বন্ধ করবেন না"-এই বলে কোনওমতে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন নায়সা।
advertisement
আরও পড়ুন : বাড়িতে ঠাঁই হয়নি স্বামীরও, কোভিডের ভয়ে গত ৩ বছর ছেলেকে নিয়ে গৃহবন্দি মা
সমাজমাধ্যমে এই তারকাকন্যার হিন্দিতে হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে। হিন্দি ঠিকমতো বলতে না পারার জন্য সমালোচিত হন তিনি। এত তাড়াতাড়ি মেয়েকে প্রচারের মুখ করে তোলার জন্য সমালোচিত হন অজয় ও কাজলও।