TRENDING:

মাথায় শিং, মুখে মোটা গোঁফ, বরকে অসুর সাজালেন নুসরত !

Last Updated:

দুর্গাপুজো তো শেষ ! কিন্তু নুসরতের সংসারে যেন দুর্গার মহিমা চলছেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপুজো তো শেষ ! কিন্তু নুসরতের সংসারে যেন দুর্গার মহিমা চলছেই ৷ আর তাই তো পুজোর পাশাপাশি ছবির প্রোমোশনেও দুর্গাপুজোকে মাথায় নিয়ে ঘুরছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ সেই কারণেই এবার বরকে অসুর সাজাতেও পিছপা হলেন না তিনি৷
advertisement

গপ্পোটা হল, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন নুসরত ৷ যেখানে দেখা গিয়েছে, সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে আছেন নুসরত ৷ পাশে তাঁর স্বামী নিখিল ৷ তবে নিখিলের সাজগোজ একেবারেই অসুরের আদলে ৷ মাথায় শিং লাগানো মুকুট, আর মুখে মোটা গোঁফ !

নুসরত কিন্তু স্পষ্টই জানিয়েছেন, এই ছবিটি একেবারেই তাঁর নতুন সিনেমা ‘অসুর’-এর প্রোমোশন ৷ আর সেই কারণেই বরকে অসুর সাজিয়েছেন নুসরত৷ দেখুন সেই ছবি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথায় শিং, মুখে মোটা গোঁফ, বরকে অসুর সাজালেন নুসরত !