একইভাবে প্রচারে ব্যস্ত টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ৷ অভিনয় থেকে সদ্য রাজনীতির আঙিনায় এসেছেন তিনি ৷ তবে তাতে কী, পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো করেই প্রচার চালাচ্ছেন নুসরত ৷ কড়া মন্তব্য নয়, বরং সুমিষ্ট এবং মার্জিত ভাষণ হয়ে উঠেছে তাঁরা হাতিয়ার ৷ এরই সঙ্গে সেলেব তকমা ঝেড়ে ফেলে জননেত্রী হয়ে ওঠার প্রচেষ্টা চলছে সমানতালে ৷
advertisement
মানুষের মধ্যে নেমে গিয়ে কথা বলা ৷ তাঁদের অভাব-অভিযোগ শুনে নেওয়া ৷ সবই করছেন নুসরত ৷ গাড়ি থেকে নেমে রাস্তার ধারের ঘুগনির দোকান থেকে চলছে ঘুগনি খাওয়া ৷ এ বার রাস্তার ধারের গরমাগরম শিঙাড়ায় কামড় দিলেন নুসরত ৷ সামনে এসেছে এমনই একচি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে, নুসরত রাস্তার ধারের দোকান থেকে শিঙাড়া কিনছেন ৷ সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷