TRENDING:

প্রচারের ফাঁকে রাস্তার ধারের শিঙাড়া কিনতে ব্যস্ত নুসরত, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাইরে চরম গরমে নাজেহাল রাজ্যবাসী ৷ এর মধ্যে আরও উত্তাপ ছড়াচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন ৷ জোরদার প্রচার চালাচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ চড়া রোদকে উপেক্ষা করেই চলছে জোরদার প্রচার ৷ যে সব প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন, ভোটারদের মন জোগাতে কোনও কসুর করছেন না তাঁরা ৷
advertisement

একইভাবে প্রচারে ব্যস্ত টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ৷ অভিনয় থেকে সদ্য রাজনীতির আঙিনায় এসেছেন তিনি ৷ তবে তাতে কী, পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো করেই প্রচার চালাচ্ছেন নুসরত ৷ কড়া মন্তব্য নয়, বরং সুমিষ্ট এবং মার্জিত ভাষণ হয়ে উঠেছে তাঁরা হাতিয়ার ৷ এরই সঙ্গে সেলেব তকমা ঝেড়ে ফেলে জননেত্রী হয়ে ওঠার প্রচেষ্টা চলছে সমানতালে ৷

advertisement

মানুষের মধ্যে নেমে গিয়ে কথা বলা ৷ তাঁদের অভাব-অভিযোগ শুনে নেওয়া ৷ সবই করছেন নুসরত ৷ গাড়ি থেকে নেমে রাস্তার ধারের ঘুগনির দোকান থেকে চলছে ঘুগনি খাওয়া ৷ এ বার রাস্তার ধারের গরমাগরম শিঙাড়ায় কামড় দিলেন নুসরত ৷ সামনে এসেছে এমনই একচি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে, নুসরত রাস্তার ধারের দোকান থেকে শিঙাড়া কিনছেন ৷ সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রচারের ফাঁকে রাস্তার ধারের শিঙাড়া কিনতে ব্যস্ত নুসরত, দেখুন ভিডিও