তবে এবার ‘আনইন্ডিয়ান’ ছবির পরিচালক অনুপম চোপড়া এই নিয়ে খুব একটা ঝামেলা বা লড়াইয়ে গেলেন না, পহেলাজের কথায় ছবি থেকে সরিয়ে দিলেন আপত্তিকর দৃশ্যটি৷ তা কী ছিল এই দৃশ্যতে ?
‘আনইন্ডিয়ান’ ছবির যে দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে তাতে ব্রেট লি ও অভিনেত্রী তনিষ্ঠা চট্টোপাধ্যায়ের মধ্যে সঙ্গম দেখানো হয়েছে ৷ আর এই দৃশ্যে স্পষ্টভাবে দেখা গিয়েছে, ব্রেট লি-র নিতম্ব !
advertisement
পহেলাজ জানিয়েছেন, ‘সঙ্গম দৃশ্য নিয়ে আপত্তি নেই ৷ দৃশ্যটি আবহ সঙ্গীত হিন্দু শাস্ত্রের মন্ত্র জপ হচ্ছিল, আর সঙ্গে পিছন দিক থেকে ব্রেট লিকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল ৷ তবে আমি পরিচালককে দৃশ্যটা একেবারে সরানোর জন্য বলিনি ৷ শুধু একটু কাটছাঁটের কথা বলেছি ! আশা করি এই নিয়ে কোনও বিতর্ক নেই !’
advertisement
Location :
First Published :
August 02, 2016 1:50 PM IST