না কোনও সিনেমা নয়, এ গল্প একেবারেই রিয়েল লাইফের ৷ আর কাণ্ডটা ঘটল সুদূর মাদ্রিদে ! তবে এই ঘটনার পিছনে শুধু যে দীপিকা আর ফাওয়াদ ছিলেন তা একেবারেই নয় ৷ বরং, দীপিকা ও ফাওয়াদকে উসকে দিয়েছিলেন করণ জোহর !
সবে তখন আইফা পুরস্কারের আসর বসেছে মাদ্রিদে ৷ একে একে চলছে অনুষ্ঠানে ৷ স্টেজে সঞ্চালনা করছেন পাকিস্তান থেকে বলিউডে আসা নায়ক ফাওয়াদ খান ! ফাওয়াদের পাশে ছিলেন করণ জোহর ! হঠাৎই দর্শকের আসন থেকে দীপিকাকে ডেকে স্টেজে আনলেন করণ ৷ আর সোজা ফাওয়াদকে প্রশ্ন, দীপিকাকে তোমার কেমন লাগে ? ফাওয়াদ প্রথমে একটু লজ্জা পেলেও, নিজেকে সামলে নিয়ে, সোজা গেয়ে উঠলেন গান, ‘রূপ তেরা মস্তানা !’ ব্যস, জেম ক্ষীর ফাওয়াদ-দীপিকার প্রথম দেখা !
advertisement
সবাই ভেবেছিল, এই ঘটনার পরে দীপিকা একটু লজ্জা পেয়ে চুপচাপ নেমে আসবেন স্টেজ থেকে, কিন্তু হল উল্টোটাই ৷ ফাওয়াদের হাতে চুমু খেয়ে, হাঁটু গেড়ে বসলেন দীপিকা ৷ সবার সামনে, ফাওয়াদকে বলে ফেললেন, ‘আমার সামনে প্রেম করবে !’
এই কাণ্ড দেখে গোটা মাদ্রিদ হতবাক ! তবে রণবীর কী ভাবছেন, তা কিন্তু এখনও জানতে পারেনি কেউ !