TRENDING:

Priyanka and Nick : নিকের বাহুডোরে প্রিয়াঙ্কা, আশ্লেষের কান-ছবিতে বিভোর অনুরাগীরা

Last Updated:

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ২০১৯ সালে স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে কানে উপস্থিত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বর্তমান করোনা পরিস্থিতি অনেক কিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে। বাদ নেই কান ফিল্ম ফেস্টিভ্যালও (Cannes Film Festival)। ভারত থেকে অংশগ্রহণকারী বহু তারকা এ বার সেখানে যেতে পারেননি। তাই বার বার মনে পড়ছে কানের বিখ্যাত লাল গালিচার কথা।
advertisement

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ২০১৯ সালে স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে কানে উপস্থিত ছিলেন। সেই ছবি Instagram এর দেওয়ালে আরও একবার পোস্ট করেছেন। ওই ছবিটিতে নিক জোনাস একটি কালো ট্রাউজারের সঙ্গে ব্রাউন কালারের ব্লেজার পরে রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া পরেছিলেন অরেঞ্জ রঙের একটি ব্যাকলেস টপ, সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল।

advertisement

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঝড় উঠে গিয়েছে। নিক-প্রিয়াঙ্কার রসায়নে মন মজেছে নেট নাগরিকদের। একের পর এক প্রশংসিত মন্তব্য উঠে এসেছে তারকা দম্পতির পোস্টে। একজন লিখেছেন এটা একটা পাওয়ার কাপলের পরিচয়। আরেকজন লিখেছেন, তোমাদের দুজনকেই ভালবাসি।

advertisement

নিক-প্রিয়াঙ্কা ২০১৮ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের অনুষ্ঠান হয় রাজস্থানের উমেইদ ভবন প্যালেসে (Umaid Bhawan Palace)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয়রা। বিয়ের অনুষ্ঠান হিন্দু এবং ক্রিশ্চান, দুই রীতি মেনেই হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া, উইম্বলডন উইমেন্স সিঙ্গল ফাইনাল দেখতে গিয়েছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন সমাজকর্মী নাতাশা পুনাওয়ালা (Natasha Poonawala) এবং জেমস জি বোল্টার (James G Bolter)। সেই সব ছবি প্রিয়াঙ্কা Instagram এ শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন উইম্বলডনে কাটানো দারুণ একটা সপ্তাহ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka and Nick : নিকের বাহুডোরে প্রিয়াঙ্কা, আশ্লেষের কান-ছবিতে বিভোর অনুরাগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল