TRENDING:

Nick Jonas: অন্তর্বাস পাওয়ার পর এবার আচমকা ‘পতন’ নিকের! মঞ্চ থেকে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী

Last Updated:

‘জোনাস ব্রাদার্সে’র কনসার্টেই ঘটেছে এই ঘটনা৷ নিকের পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মঞ্চ থেকে পড়ে গেলেন নিক জোনাস৷ গান গাইতে গাইতেই হঠাৎই পড়ে যান প্রিয়াঙ্কার স্বামী নিক৷ ‘জোনাস ব্রাদার্সে’র কনসার্টেই ঘটেছে এই ঘটনা৷ নিকের পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অন্তর্বাস পাওয়ার পর এবার আচমকা ‘পতন’ নিকের? মঞ্চ থেকে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী
অন্তর্বাস পাওয়ার পর এবার আচমকা ‘পতন’ নিকের? মঞ্চ থেকে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী
advertisement

আমেরিকার অন্যতম খ্যাতনামা গায়ক নিক। দুই ভাইয়ের সঙ্গে নিকের একটি ব্যান্ড রয়েছে, নাম ‘জোনাস ব্রাদার্স’৷ বহু জনপ্রিয় শ্রোতাদের উপহার দিয়েছে ‘জোনাস ব্রাদার্স’৷ অন্যান্য দিনের মতো এদিনও ঠিক একই ভাবে মঞ্চে গান গাইছিলেন নিক৷ গাইতে গাইতেই স্টেজের একেবারে প্রান্তের দিকে চলে আসেন তিনি৷ আর তারপরেই টাল সামালাতে না পেরে পড়ে যান তিনি৷

advertisement

প্রিয়াঙ্কা স্বামীর পাশে বরাবর থেকেছেন৷ সম্প্রতি তিনি নিকের উদ্দেশ্যে লেখেন,‘‘নিক জোনাস তুমি চুম্বকের মতো৷ আমি আর এমএম(মালতি মেরি) তোমাকে আমাদের জীবনে পেয়ে ধন্য৷’’

অবশ্য নিকের কনসার্টে এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে৷ বেশ কয়েকবছর নিকের একটি কনসার্টে গিয়ে সাদা অন্তর্বাস পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ আটলান্টার সেই অনুষ্ঠানের পর প্রিয়াঙ্কা মঞ্চের নীচে একটি সাদা ব্রা পড়ে থাকতে দেখেন৷ কুড়িয়ে নেন হাতে৷

advertisement

আরও পড়ুন: নতুন প্রেম তিয়াসার! জন্মদিনে প্রেমিক ভরিয়ে দিলেন উপহারে, কী কী পেলেন ‘কৃষ্ণকলি’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটি সাদা ব্রা হাতে প্রিয়াঙ্কার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ প্রিয়াঙ্কা নিজেও শেয়ার করেছিলেন সেই ভিডিও৷ সঙ্গে লিখেছিলেন,‘‘স্বামীর জন্য ভক্তদের দেওয়া উপহার সংগ্রহ করছি৷ ওকে দিয়ে দেব, LOL’’পরে প্রিয়াঙ্কা অবশ্য সেই ভিডিওটি ডিলিট করে দেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nick Jonas: অন্তর্বাস পাওয়ার পর এবার আচমকা ‘পতন’ নিকের! মঞ্চ থেকে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল