TRENDING:

New Bollywood Movie: পিৎজা নিয়ে ‘ফাইটার’-এর সেটে রীতিমতো হুলুস্থুলু; ছবি পোস্ট করে প্যাটিকে জন্মদিনের শুভেচ্ছা মিন্নির

Last Updated:

New Bollywood Movie: সদ্যই পঞ্চাশে পা দিলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। হৃতিকের জন্মদিনে বোধহয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের কাছ থেকেই এসেছে সবথেকে বড় চমকটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সদ্যই পঞ্চাশে পা দিলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। তাঁর জন্মদিনে প্রচুর শুভেচ্ছাবার্তা এসেছে। কিন্তু হৃতিকের জন্মদিনে বোধহয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের কাছ থেকেই এসেছে সবথেকে বড় চমকটা। সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়ে দারুণ একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবি আগে কেউই দেখেননি।
পিৎজা নিয়ে ‘ফাইটার’-এর সেটে রীতিমতো হুলুস্থুলু
পিৎজা নিয়ে ‘ফাইটার’-এর সেটে রীতিমতো হুলুস্থুলু
advertisement

আরও পড়ুনঃ ‘সমস্ত যুগেই আমি ভারতীয়’; CNN-News18-এর পুরস্কার বিতরণী মঞ্চে আবেগেপ্রবণ কিং খান

আসলে চলতি মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ফাইটার’। সেখানেই একসঙ্গে দেখা যাবে হৃতিক আর দীপিকাকে। ফলে ছবির প্রচার চলছে জোরকদমে। এদিকে বুধবার অর্থাৎ ১০ জানুয়ারি ছিল অভিনেতার জন্মদিন। আর ওই দিন দীপিকা যে ছবিটি পোস্ট করেছিলেন, সেটি দেখে মনে হচ্ছে যে, ছবিটি ‘ফাইটার’-এর সেটের। যেখানে সকলেই পিৎজা পার্টিতে মেতেছিলেন।

advertisement

অভিনেত্রীর পোস্ট করা মজাদার ছবিটিতে দেখা যাচ্ছে, দীপিকা এবং হৃতিক একে অপরের হাতের মধ্যে দিয়ে জড়িয়ে পিৎজা খাচ্ছেন। সেই ক্যান্ডিড মুহূর্তটাই ফ্রেমবন্দি করা হয়েছিল। ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন, “আপনি চিরকাল নিজের অন্তরের শিশুটিকে লালন করুন।”

আর ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক্স প্ল্যাটফর্ম এবং রেডিট-এ শেয়ার করা ছবিটিতে প্রচুর প্রতিক্রিয়া জমা হয়েছে। একজন লিখেছেন, “ঠিক এইভাবেই সেলেবদের একে অপরকে শুভেচ্ছাবার্তা দেওয়া উচিত। বিশেষ করে যখন তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এটা তাই স্বাস্থ্যকর এবং খাঁটি।” অন্য একজনের প্রতিক্রিয়া, “দেখে মনে হচ্ছে সেটে যেন পিৎজা খাওয়ার প্রতিযোগিতা চলছে। সেটের নন-ফিল্টার এই ছবিতে আনন্দের আবহ দেখে সত্যিই ভাল লাগছে।” আর এক নেটিজেন ‘ফাইটার’-এর কথা তুলে লেখেন, “পিৎজার একটি স্লাইস নিয়ে লড়াই। তাঁদের রসায়ন নিয়ে ভক্তরা তো খুব একটা আশাবাদী নন। তবে আমি বাজি ধরে বলতে পারি যে, তাঁদের রসায়ন দুর্দান্ত হতে চলেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত আসন্ন ‘ফাইটার’ ছবিতে বায়ুসেনা অফিসার প্যাটি এবং মিন্নির ভূমিকায় দেখা যাবে হৃতিক এবং দীপিকাকে। গত বছরের ডিসেম্বরেই এসেছিল ট্রেলার। আর সেখানেই দীপিকা ও হৃতিকের দুর্দান্ত রসায়ন দেখা গিয়েছে। এর পাশাপাশি ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়কে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ফাইটার’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bollywood Movie: পিৎজা নিয়ে ‘ফাইটার’-এর সেটে রীতিমতো হুলুস্থুলু; ছবি পোস্ট করে প্যাটিকে জন্মদিনের শুভেচ্ছা মিন্নির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল