TRENDING:

সৌগুনের রসায়নে ইতি, কৌশিকের সঙ্গে এবার একই রাজনৈতিক দলের দায়িত্ব সামলাবেন তৃণা!

Last Updated:

তৃণা সাহা এবং কৌশিক রায় এবার একই রাজনৈতিক দলের দুই স্তম্ভ।কৌশিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজনৈতিক দলের দায়িত্ব সামলাবেন তৃণা। একেবারে নতুন চরিত্রে দেখা দেবেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'সৌগুন'-এর স্মৃতিতে আজও মন খারাপ 'খড়কুটো' প্রেমীদের। সেই ধারাবাহিকের বিভিন্ন ঝলক আজও ভক্তদের চোখে ভাসে। কিন্তু এবার সেই চেহারা এবার মুছে যাবে। দাঁড়ি টানল সৌজন্য-গুনগুনের রসায়নে। কারণ নতুন ভাবে প্রকাশ্য়ে আসছেন তাঁরা। সেই একই জুটি। কিন্তু অন্য অবতারে।
advertisement

তৃণা সাহা এবং কৌশিক রায় এবার একই রাজনৈতিক দলের দুই স্তম্ভ।কৌশিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজনৈতিক দলের দায়িত্ব সামলাবেন তৃণা। একেবারে নতুন চরিত্রে দেখা দেবেন তাঁরা নতুন ধারাবাহিকে। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে আসছেন কৌশিক-তৃণা। ধারাবাহিকের নাম, 'বালিঝড়'। স্টার জলসায় আসতে চলেছে এই ধারাবাহিক।

advertisement

রাজনৈতিক নেতা সমুদ্র সেনের (ভরত কল) জয় উদযাপন করা হচ্ছে। আর তারই কন্যা ঝোড়া (তৃণা সাহা)। নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেয় মেয়ের হাতে। সঙ্গে ঝোড়ার বিয়ের কথা ঘোষণা করে দেয় তারই সহযোগী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় (কৌশিক রায়)-এর সঙ্গে। কিন্তু ঝোড়ার মন যে কেবল স্রোত (ইন্দ্রাশিস রায়)-কেই চায়। কোথায় গিয়ে দাঁড়াবে এই ত্রিকোণ প্রেমের গল্প? কোন জুটির প্রেম দেখতে চাইবে দর্শক? সেই কৌশিকের সঙ্গেই? নাকি ইন্দ্রাশিসের সঙ্গে তৃণাকে নতুন ভাবে প্রেম করতে দেখতে চাইবে দর্শক? উত্তর জানা যাবে সময়ের সঙ্গেই।

advertisement

আরও পড়ুন: এ যেন পাশের ছেলে! আলিয়াকে নিয়ে নতুন বাড়ির কাজ দেখতে হাজির রণবীর, দেখুন ভিডিও

আরও পড়ুন: খড়্গপুরে পাওলি, সোহিনী, মীর, এনারা, বড়দিনের উৎসবে শহরের বাইরে টলিপাড়ার ভিড়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিয়ে তৈরি এই ধারাবাহিক প্রাইম টাইমেই দেখা যাবে স্টার জলসায়। তার জন্য কোন কোন ধারাবাহিক বন্ধ হবে বা কোন মেগার সময় বদলাবে, তা এখনই স্পষ্ট হয়নি যদিও। কিন্তু 'গাঁটছড়া'র সময় বদলাবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সৌগুনের রসায়নে ইতি, কৌশিকের সঙ্গে এবার একই রাজনৈতিক দলের দায়িত্ব সামলাবেন তৃণা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল