ভিডিওটিতে দেখা যাচ্ছে রোহনপ্রীত সিং মাথা নিচু করে মাথায় হাত দিয়ে বসে আছেন। সেই সময় নেহা কক্কর জানতে চান, 'কেয়া হুয়া' (কী হয়েছে)। রোহনপ্রীত জানান তাঁর মাথা ব্যথা করছে। তখন নেহা কক্কর খুবই সরল ভাবে জিজ্ঞাসা করে বসেন, ‘কোথায়?’
স্ত্রীর থেকে এই প্রতিক্রিয়া শুনে চমকে গিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তিনি নেহার দিকে তাকান। এরপর ভিডিওটি নিজের Instagram হ্যান্ডেলে শেয়ার করেন নেহা। সেই সঙ্গে ক্যাপশনে লেখেন, “তিনি আমাকে কখনওই বলেন না কোথায় মাথাব্যথা হচ্ছে, আমার দোষ কোথায়?!"এর পরেই ভিডিওতে গিয়ে কমেন্ট করেন রোহনপ্রীত। স্ত্রীকে খানিকটা আদরের মেজাজেই তিনি লেখেন, "হাহাহাহাহা আমি দুঃখিত বাবু এটা আমারই ভুল!!"
কমেন্টে একটি ইমোজি দিয়েছেন নেহা কক্করের ভাই তথা গায়ক টনি কক্করও (Tony Kakkar)। গত বছরের অক্টোবরে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা এবং রোহনপ্রীত। গত মাস তথা এপ্রিলে তাঁরা ছয় মাসের বার্ষিকী উদযাপন করেন। এ উপলক্ষে, রোহনপ্রীত নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন এবং জানান যে এটিই ছিল তাঁর ফোন ওয়ালপেপার।
তবে শুধুই ভাব নয়, মারপিটও নিজেদে মধ্যে করেন এই দম্পতি। যার ভিডিও নেহা নিজের Instagram-এ শেয়ার করেছেন সম্প্রতি। ভিডিওতে নেহা লিখেছেন, খদ তেইনু ম্যায় দাস্সা। এই লেখা ও ভিডিও দেখেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই সম্পর্কে ভাঙন? কিন্তু না, আসলে নেহা ও রোহন তাঁদের নতুন গানের অ্যালবাম রিলিজ করতে চলেছেন। আর এই খুনসুটি ভরা মারপিট সেই ভিডিওরই একটা পার্ট!