TRENDING:

Neetu Singh: রণবীর, ঋদ্ধিমার সঙ্গে না থেকে ঋষি কপূরের মৃত্যুর পর থেকে কেন একা নীতু?

Last Updated:

ঋষি কপূরের মৃত্যুর পর থেকে মুম্বইয়ের বাড়িতে একাই থাকেন নীতু কপূর ৷ কেন তিনি তাঁর দুই সন্তানের সঙ্গে থাকেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : গত বছর ঋষি কপূরের মৃত্যুর পর থেকে মুম্বইয়ের বাড়িতে একাই থাকেন নীতু কপূর ৷ কেন তিনি তাঁর দুই সন্তানের সঙ্গে থাকেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী ৷
advertisement

নীতুর কথায়, ‘‘আমি চাই রণবীর এবং ঋদ্ধিমা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুক ৷ আমি তো ওদের বলি, আমার হৃদয়ে থাকো ৷ কিন্তু আমার মাথায় চড়ে বোসো না ৷ অতিমারিতে এক বছর ঋদ্ধিমা আমার সঙ্গে ছিল ৷ ও ফিরতে না পেরে আটকে গিয়েছিল বলে আমি যে কী চিন্তায় পড়ে গিয়েছিলাম! আমি শুধু ঋদ্ধিমাকে ফিরে যেতে বলতাম ৷ কারণ ভরত একা ছিল৷’’

advertisement

তিনি নিজের প্রাইভেসিকে ভালবাসেন ৷ জানিয়েছেন ঋষি-ঘরণি ৷ জানিয়েছেন এ ভাবে একা থাকতেই তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন ৷ এর আগে লকডাউনে দিল্লি থেকে তাঁর কাছে এসে অনেক দিন ছিলেন মেয়ে ঋদ্ধিমা ৷ সে সময় একসঙ্গে দীর্ঘ অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন মা-মেয়ে ৷

কথায় কথায় নীতু ফিরে গিয়েছেন অতীতে ৷ জানিয়েছেন, ঋদ্ধিমা যখন তাঁদের ছেড়ে বিদেশে পড়তে গিয়েছিলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৷ সন্তানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি ৷ এতটাই দুর্বল ছিল মন, যখন অতিথিরা বিদায় জানাতেন তখনও তিনি কেঁদে ফেলতেন ৷ পরে যখন রণবীর বিদেশে পড়তে যান তখন আর এতটা দুর্বল হননি ৷ সে সময় মানসিক ভাবে অনেক বেশি প্রস্তুত ছিলেন ৷ জানিয়েছেন অতীতের জনপ্রিয় এই নায়িকা ৷ ছেলেমেয়েদের তিনি বলেছেন তাঁর সঙ্গে রোজ দেখা করার কোনও দরকার নেই ৷ যোগাযোগ থাকলেই হল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাজ মেহতার ছবি ‘যুগ যুগ জিও’-তে এর পর দেখা যাবে নীতুকে ৷ এই ছবির নামভূমিকায় আছেন অনিল কপূর, বরুণ ধবন এবং কিয়ারা আডবাণী ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neetu Singh: রণবীর, ঋদ্ধিমার সঙ্গে না থেকে ঋষি কপূরের মৃত্যুর পর থেকে কেন একা নীতু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল