মিডিয়ার সামনে ঠাকুমা হওয়ার অভিজ্ঞতা জানালেন নীতু কাপুর। ঠাকুমার হাসিই উত্তর দিয়ে দিচ্ছে পুরোটা। তিনি পাপারাৎজিদের জানান, 'সে খুব খুব সুন্দর হয়েছে। বেবি ও আলিয়া একদম ফার্স্ট ক্লাস রয়েছে'।
আরও পড়ুন : গাঁটছড়া বাঁধলেন ‘আশিকি ২’-এর সঙ্গীত জুটি পলক-মিথুন! রইল বিয়ের প্রথম ছবি
advertisement
তিনি আরও জানান, "রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি। আমাদের 'বংশ' বাড়ুক। এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করতে হবে। একজন ঠাকুমার ভূমিকা। এটি একটি দুর্দান্ত অভিষেক হতে যাচ্ছে আমার জীবনে।"
আরও পড়ুন : স্মৃতিশক্তি উধাও! জীবনের ছয় মাস হারিয়ে ফেলেছিলেন দিশা পাটানি
প্রসঙ্গত, গত ২৭ জুন থেকে রণবীর কাপুর এবং আলিয়ার সন্তানের অপেক্ষায় দেশবাসী। এবার এসেই গেল সেই সুখবর। আজ সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের আলিয়া। অক্টোবর মাসের শুরু দিকেই ক্ষিণ মুম্বইয়ের গুরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছিল। নবাগতার দিদিমা সোনি রাজদান এবং ঠাকুমা নীতু কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতালে৷