সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি টেলিভিশনে প্রচুর কাজ করেছি। পরিচালনাও করেছি। তার পরেই নওয়াজ আমাকে ওর সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। ও বলেছিল, ও কাছের মানুষদের সঙ্গে কাজ করতে চায়। ২০১৯-এ আমার ছবি 'বোলে চুড়িয়া' মুক্তি পাওয়ার কথা ছিল। সত্যি বলতে আমার নওয়াজের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল না। আমার মনে হয়েছিল, একসঙ্গে কাজ করলে আমাদের ব্যক্তিগত সমীকরণ নষ্ট হতে পারে। আমরা হয়তো একে অপরের উপস্থিতিতে ভাল করে কাজ করতে পারব না।"
advertisement
আরও পড়ুন: ১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’
আরও পড়ুন: TMC MP হওয়ার পরেও Mimi Chakraborty-র অটুট গ্ল্যামার, ব্যাকলেস Photos দেখলেই বাড়বে হৃদস্পন্দন
শামাসের কোনও যুক্তিই অবশ্য ধোপে টেকেনি। প্রযোজকের জোরাজুরিতে নওয়াজের সঙ্গেই ছবি তৈরি করতে হয় তাঁকে। কিন্তু মোক্ষম সময়ে নওয়াজের জন্য বিপদে পড়েছিলেন তাঁর ভাই। শামাস বলেন, "যখন ছবিটি সম্পাদনা আর প্যাচওয়ার্ক দরকার ছিল, তখনই নওয়াজ প্রযোজককে বলে, পাওনা না পেলে ও কাজ করবে না। আমি ভাবছিলাম নওয়াজ কেন এ রকম করছিল, কেন ও আমার পাশে দাঁড়াচ্ছিল না? আমার ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছিল।"
শামাস জানান, এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। কিন্তু নওয়াজউদ্দিন নাকি ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি।