নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বেলাশুরু' ছবির 'ইনি বিনি টাপা টিনি' গানে মুগ্ধ হয়েছেন তারকা মা-মেয়ে।
সদ্যই ইমন চক্রবর্তী, খ্যাদা এবং উপালির গাওয়া এই গানে রিল বানিয়েছেন নভ্যা। পুজোমণ্ডপে ঢাক বাজিয়ে, পকোরা ভেজে আনন্দে মেতেছিলেন তিনি। সেই সব ভিডিওর কোলাজ বানিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।সঙ্গে লিখেছেন, 'শুভ বিজয়া দশমী এবং জয়েস চটপটা কর্নার'।
advertisement
আরও পড়ুন: কেউ বা সিঁদুর খেলছেন, কেউ বা জিম-এ... বলি-তারকারা কোথায় কী করছেন? দেখুন
সেই ভিডিও দেখে এবং গান শুনে আপ্লুত নভ্যার মা, শ্বেতা বচ্চন। তিনি লিখলেন, 'শুভ বিজয়া নভ্যা। নাচ করছ, ভাজাভুজি রান্না করছ। আমি নিশ্চিত তুমি দিদুকে খুব খুশি করেছ।' তা ছাড়া অমিতাভ-কন্যা জানালে, তিনি গানটা শুনেই যাচ্ছেন।
নভ্যার মামা, অভিষেক বচ্চনও মন্তব্য করলেন, 'মেস'। শ্বেতা আবার তাঁর ভাইকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, 'তুমিও করো আর আমাকে রিলটা পাঠাও'।
এই রিল, গান এবং তারকাদেত কথোপকথনে আপ্লুত এই গানের মূল নায়িকা, ইমন চক্রবর্তী। সেই পোস্টে তারকা-সন্তানকে ধন্যবাদ জানিয়ে লিখলেন, 'আমার গান শোনার জন্য ধন্যবাদ। তোমার ভাল লেগেছে জেনে খুব আনন্দ হয়েছে।'
আরও পড়ুন: হবু মা আলিয়া থেকে গৌরী খান, পাপারাৎজিদের ফ্রেমবন্দি বলি-তারকারা, দেখুন অ্যালবাম
নভ্যার এই পোস্ট নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে উইন্ডোজ প্রোডাকশনস। গোটা বচ্চন পরিবারের কথোপকথনের ছবি তুলে সেটিও শেয়ার করেছে প্রযোজনা সংস্থা।