TRENDING:

জাতীয় পুরস্কারে বিগবি-র হ্যাটট্রিক !

Last Updated:

কেরিয়ারের প্রথম দিকে, ‘আনন্দ’ ছবিতে ডক্টর ভাস্কর বন্দোপাধ্যায়ের চরিত্রে করেছিলেন অভিনয় ৷ সেই ‘আনন্দ’ বলিউডের মাইলস্টোন ৷ সেই ছবিতে থেকেই বলিউডে পরিচিত হয়েছিলেন ‘বাবুমশাই’ নামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কেরিয়ারের প্রথম দিকে, ‘আনন্দ’ ছবিতে ডক্টর ভাস্কর বন্দোপাধ্যায়ের চরিত্রে করেছিলেন অভিনয় ৷ সেই ‘আনন্দ’ বলিউডের মাইলস্টোন ৷ সেই ছবিতে থেকেই বলিউডে পরিচিত হয়েছিলেন ‘বাবুমশাই’ নামে ৷ সেই ভাস্কর বন্দ্যোপাধ্যায়ই ফের উজ্ব্ল হয়ে উঠল জাতীয় পুরস্কারের মঞ্চে ! জিতে নিলেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ ছবির নাম ‘পিকু’ ৷ আর ভাস্কর হলেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন !
advertisement

তবে এখানেই শেষ নয় ৷ এই সম্মান অমিতাভের কাছে নতুন নয় ৷ এর আগে দু’বার সেরা অভিনেতার ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন তিনি ৷ ১৯৯০ সালে ‘অগ্নিপথ’ ছবিতে, বিজয় দীনানাথ চৌহানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ ৷ তারপর ২০০৫ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে সঞ্জয়লীলা বনশালির ছবি ‘ব্ল্যাক’ ! অ্যালঝাইমার আক্রান্ত শিক্ষকের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত করেছিলেন তিনি ৷ আর এবার দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে পরিচালক সুজিত সরকারের ‘পিকু’তে হাইপোকনড্রিয়াক পিতার চরিত্রে অভিনয় করে শুধু দর্শকের মন জয় নয়, সেরা অভিনেতার সম্মানও কেড়ে নিলেন বলিউডের ৭৪ বছরের ‘বুডঢা’ !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পুরস্কারে বিগবি-র হ্যাটট্রিক !