নাটকটি পরিচালনা করেছেন রত্না পাঠক শাহ। সব মিলিয়ে এক জমজমাট নাটকের সাক্ষী থাকলেন দর্শক। ন-দিনে এগারোটা নাটক দেখানো হয়েছে। ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, ইটিভি নিউজ বাংলা। .
আমেরিকান নাট্যকার লি ব্লেসিংস এর লেখা নাটক আ ওয়াক ইন দ্য উডস্। নাটকে মুখোমুখি হয় দুই অস্ত্র ব্যবসায়ী। একজন রুশ ও অন্যজন আমেরিকান। দুই দেশের ঠাণ্ডা যুদ্ধের পটভূমিকায় এই নাটক বার্তা দেয় যুদ্ধবিরোধিতার। এই নাটকই সম্প্রতি অনুষ্ঠিত হল দমদম নাট্য উৎসবে।
advertisement
এই দুই অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও রজিত কপুর। দুই নাট্যব্যত্বের পারফরমেন্স দেখতে ভিড় উপচে পড়ে। নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুও জানালেন দমদম নাট্য উৎসব আর পাঁচটা নাট্য উৎসবের থেকে আলাদা। আহ্বায়ক বরুণ নন্দী ও পৃথ্বীশ রাণার জন্যই এই উৎসব সফল হয়েছে। সব মিলিয়ে এক জমজমাট নাটকের সাক্ষী থাকলেন দর্শক।