সম্প্রতি ‘হলিউড রয়্যাল’ উপাধি পাওয়ার পর প্রিয়াঙ্কা এক মার্কিন 0ম্যাগাজিনকে জানালেন, ‘ছোটবেলাতে আমি একটু ছেলেদের মতো ছিলাম ৷ সাজগোজের দিকে নজর দিতাম না৷ আমার পায়ে অসংখ্য দাগ ছিল ৷ একদম যত্ন নিতাম না ৷ এখন আমার পা দেখিয়ে ভারতে ১২ থেকে ১৫টা প্রোডাক্ট বিক্রি হয় ৷ এখন আমি জানি নিজেকে সুন্দর কীভাবে রাখতে হয় ৷’
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া যে এখন একেবারে হাইফাই, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বলিউডে বাজি মারার পর , এখন তো খুবই ব্যস্ত হলিউডে ৷ একে তো মার্কিন টিভির পর্দায় শুরু হয়ে গিয়েছে কোয়ান্টিকা সিজন টু ৷
অন্যদিকে হলিউড ছবি বেওয়াচ প্রায় মুক্তি দোড়গড়ায় ৷ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উৎসাহের শেষ নেই মার্কিন জগতেও ৷ তাই তো অস্কারের স্টেজেও দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে !
তবে এবার খবরটা হল একেবারেই অন্যরকম ৷ জল্পনা ছিল আগেই ৷ প্রিয়াঙ্কা নাকি খুব শীঘ্রই হতে চলেছেন মার্কিন রয়্যাল ৷ তবে আর জল্পনা নয়, সম্প্রতি মার্কিন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, প্রিয়াঙ্কাকে অফিসিয়ালি মার্কিন রয়্যাল হিসেবে চিহ্নিত করা হল৷
তা এই মার্কিন রয়্যাল ব্যাপারটা কি? সৃজনীলতা, গ্রেটনেস, এবং নিজস্বতার জন্য এই সম্মান দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ আর প্রিয়াঙ্কার মধ্যে যে এই সমস্ত গুণ রয়েছে তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷
বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ এখন তো প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কম, হলিউডেই সদা ব্যস্ত ৷ তবে এর বাইরেও প্রিয়াঙ্কা বিন্দাস নায়িকা হওয়ার জন্যই আরও বেশি জনপ্রিয় ৷
প্রিয়াঙ্কা চোপড়া কখনই রেখে-ঢেকে কথা বলেন না ৷ যা বলেন একেবারে মুখের ওপরে ৷ তা ছবি বিষয়ক কিংবা হোক ব্যক্তিগত ৷ শাহরুখ খানের নাম জুড়িয়ে যখন গুজবে এসেছিলেন প্রিয়াঙ্কা তখনও প্রতিবাদ করেছিলেন সবার মুখের সামনেই৷ এই বিন্দাস হওয়ার কারণে কখনও বদনাম হয়েছেন প্রিয়াঙ্কা, কখনও সুনামও কুড়িয়েছেন তিনি ৷ তবে যাই হোক প্রিয়াঙ্কা কিন্তু বদলায়নি ৷ এখনও রয়েছেন বিন্দাস ৷
আপাতত, প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন ‘কোয়ান্টিকা’ সিজন টু-এর শ্যুটিংয়ে ৷ শ্যুটিং ফ্লোর থেকে নানারকম ছবিও আপলোড করেছেন ট্যুইটারে ৷ তবে শুধু মার্কিন টেলিভিশন ধারাবাহিক নয় ৷ হলিউড ছবি ‘বেওয়াচ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ আর এই ছবিতে মোটেই প্রিয়াঙ্কা হিরোইন নন ৷ বরং খলনায়িকা !