TRENDING:

'অদ্ভুত লাগছে', মৃণাল সেন-এর বায়োপিক 'পদাতিক'-এ চরিত্রদের লুক সামনে আসতে প্রতিক্রিয়া মৃণাল-পুত্র কুণালের

Last Updated:

শুক্রবার প্রকাশ পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ছবিতে চরিত্রদের লুক। কিংবদন্তী পরিচালকের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার প্রকাশ পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ছবিতে চরিত্রদের লুক। কিংবদন্তী পরিচালকের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি- পরিচালক মৃণাল সেনের সঙ্গে চঞ্চলের কোনও অমিল খুঁজে পাচ্ছে না দর্শকমহল। গীতা সেন হিসেবে মনামী ঘোষকে দেখা যাবে 'পদাতিক'-এ। পরনে শাড়ি, কপালে টিপ... এমন জৌলুসহীন সাজে মনামীকে আগে দেখা যায়নি।
advertisement

ছবির প্রস্থেটিক মেকআপ-এ জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। ছবির চরিত্রদের লুক সামনে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন মৃণাল সেনের একমাত্র সন্তান পুত্র কুণাল সেন। সোশ্যাল মিডিয়ায় ‘পদাতিক’-এর সবক’টি লুক শেয়ার করে তিনি লিখেছেন, '' অন্য মানুষেরা আমার মা-বাবা, আমার মতো দেখতে লাগার চেষ্টা করছেন, দেখে অদ্ভুত লাগছে। আরও অদ্ভুত লাগছে এটা ভেবে, তাঁরা আমাদের মতো অভিনয়ও করবেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

'পদাতিক'-এ মৃণাল-পুত্র কুণালের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী। ছবিতে রয়েছে বিভিন্ন বয়সে মৃণাল সেনের লুকও। যুবক বয়সি মৃণালের চরিত্রে অভিনয় করছেন কোরক সামন্ত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'অদ্ভুত লাগছে', মৃণাল সেন-এর বায়োপিক 'পদাতিক'-এ চরিত্রদের লুক সামনে আসতে প্রতিক্রিয়া মৃণাল-পুত্র কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল