আরও পড়ুনঃ পাওয়া যাচ্ছিল না ডিস্ট্রিবিউটর! শেষ পর্যন্ত অনুপম খেরের এই ছবিই জিতেছিল জাতীয় পুরস্কার
সুমন ঘোষ পরিচালিত ছবি ‘কাবুলিওয়ালা’, ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’-র মূল কাহিনি অবলম্বনে তৈরি করতে চলেছেন এই ছবি। চিত্রনাট্যের কারণে, যদিও কিছু পরিবর্তন আনা হয়েছে এই ছবিতে। তবে মূল গল্পে বিশেষ বদল আনা হবে না। তবে কাবুলিওয়ালা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে সেই ছবি বিশ্বাসের মুখই। ১৯৫৭ সালে তপন সিনহার ঐতিহাসিক ছবি ‘কাবুলিওয়ালা’র নামভূমিকায় ছবি বিশ্বাসকে দেখা গিয়েছিল।
advertisement
এবার সেই চরিত্রে দেখা যাবে ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তীকে। এর আগে সুমন ঘোষের ছবি ‘নোবেল চোর’-এ এক গ্রাম্য কৃষকের ভূমিকায় অভিনয় করে মিঠুন দর্শকদের নজর কেড়েছিলেন। মিনি রূপে আসবে এক নবাগতা শিশুশিল্পী। কলকাতা ও বিদেশ মিলিয়ে হবে ছবির শ্যুটিং। বড়দিনের ছুটিতে ডিসেম্বরে কাবুল থেকে ‘রহমত’ মিঠুন আসবেন প্রক্ষাগৃহে।