TRENDING:

Mithun Chakraborty: ‘ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'! বড়দিনের ছুটিতে ঝোলা কাঁধে দেখা দেবেন মিঠুন

Last Updated:

Mithun Chakraborty: অগাস্টের প্রথমদিন প্রকাশ পেল সুমন ঘোষের ছবি 'কাবুলিওয়ালা'-র ফার্স্টলুকে। ছবির মূল আকর্ষণ হল 'কাবুলিওয়ালা' মিঠুন চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অগাস্টের প্রথমদিন প্রকাশ পেল সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’-র ফার্স্টলুকে। ছবির মূল আকর্ষণ হল ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ‘কাবুলিওয়ালা’-র শ্যুটিং। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার এবং আবীর চট্টোপাধ্যায়। ছবিতে মিনির মা-বাবার চরিত্রে দেখা যাবে সোহিনী ও আবীরকে।
ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'
ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'
advertisement

আরও পড়ুনঃ পাওয়া যাচ্ছিল না ডিস্ট্রিবিউটর! শেষ পর্যন্ত অনুপম খেরের এই ছবিই জিতেছিল জাতীয় পুরস্কার

সুমন ঘোষ পরিচালিত ছবি ‘কাবুলিওয়ালা’, ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’-র মূল কাহিনি অবলম্বনে তৈরি করতে চলেছেন এই ছবি। চিত্রনাট‍্যের কারণে, যদিও কিছু পরিবর্তন আনা হয়েছে এই ছবিতে। তবে মূল গল্পে বিশেষ বদল আনা হবে না। তবে কাবুলিওয়ালা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে সেই ছবি বিশ্বাসের মুখই। ১৯৫৭ সালে তপন সিনহার ঐতিহাসিক ছবি ‘কাবুলিওয়ালা’র নামভূমিকায় ছবি বিশ্বাসকে দেখা গিয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার সেই চরিত্রে দেখা যাবে ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তীকে। এর আগে সুমন ঘোষের ছবি ‘নোবেল চোর’-এ এক গ্রাম্য কৃষকের ভূমিকায় অভিনয় করে মিঠুন দর্শকদের নজর কেড়েছিলেন। মিনি রূপে আসবে এক নবাগতা শিশুশিল্পী। কলকাতা ও বিদেশ মিলিয়ে হবে ছবির শ্যুটিং। বড়দিনের ছুটিতে ডিসেম্বরে কাবুল থেকে ‘রহমত’ মিঠুন আসবেন প্রক্ষাগৃহে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty: ‘ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'! বড়দিনের ছুটিতে ঝোলা কাঁধে দেখা দেবেন মিঠুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল