TRENDING:

Mirzapur Cinema: মির্জাপুর এবার বড় পর্দায়? কালীন ভাইয়ার ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীর বদলে 'এই' বলি সুপারস্টার!

Last Updated:

মির্জাপুর সিনেমায় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম ভাবা হচ্ছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মির্জাপুর সিনেমায় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম ভাবা হচ্ছে! হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। ব্যাপারটা আলোচনায় পর্যায়ে থাকলেও জানা গিয়ে হৃতিকে নামই আলোচনার শীর্ষে। সব ঠিক থাকলে তারকা বলি অভিনেতাকেই পঙ্কজ ত্রিপাঠীর বদলে বড় পর্দায় এই আইকনিক চরিত্রে দেখা যাবে।
মির্জাপুর সিনেমায় দেখা যাবে না পঙ্কজ ত্রিপাঠীকে?
মির্জাপুর সিনেমায় দেখা যাবে না পঙ্কজ ত্রিপাঠীকে?
advertisement

আরও পড়ুন : ‘তুমি না থাকলে মাধুরীকেই বিয়ে করতাম…’; স্ত্রীর সামনে বসেই বি-টাউনের ‘ধক ধক গার্ল’-এর প্রতি প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন এই সুপারস্টার

মির্জাপুরের পরিচালক গুরমিত সিং এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, “এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজক এবং স্টুডিও সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবেন। তারপর সবকিছু পরিষ্কার হবে। এই মুহুর্তে তাই আমি বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না৷”

advertisement

গুরমিত আরও জানিয়েছেন, “হৃতিক কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করবেন কি না, সেটা নিয়েও একই প্রতিক্রিয়া প্রযোজ্য৷ যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু বলছেন, আমি কিছু বলতে করতে পারব না”।

আরও পড়ুন : দাম্পত্যে চিড়, তারপরই ডিভোর্স, একাকীত্ব থেকেই কি আত্মহত্যা? কে ছিলেন অনিল মেহতা? মালাইকার বাবার গোপন তথ্য জানলে আঁতকে উঠবেন…

advertisement

হৃত্বিকের জনপ্রিয় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করার সম্ভাবনার ব্যাপারটা প্রকাশ্য়ে আসতেই বিতর্ক শুরু৷ নেটিজনরা ব্যাপারটা ভালোভাবে নেয়নি। অনেকে জানিয়েছেন,. হৃতিকের কালীন ভাইয়া চরিত্রে অভিনয় করার ব্যাপারটা মেনে নেওয়া যাওয়া৷ অনেকে এমনও বলেছেন, পঙ্কজ ত্রিপাঠি নিজেই যখন এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন, তখন সিনেমায় তাঁকেই কেন এই চরিত্রে ভাবা হচ্ছে৷ এবং একই প্রশ্ন থাকবে বাকি চরিত্রগুলির ক্ষেত্রেও৷ অনেকে আবার বলিউডের সমালোচনাও করেছেন৷ তারা জানিয়েছেন, “বলিউডের এটাই স্বভাব। যখনই কোন চরিত্র জনপ্রিয় হয়ে যায়, তখনই সেটিকে সেই আসল অভিনেতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ব্যাপারটা নতুন নয়, আগেও বহুবার হয়েছে৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যাঁকে নিতে এত আলোচনা তিনি কী বলছেন? মির্জাপুরের কালীন ভাইয়া-খ্যাত পঙ্কজ ত্রিপাঠী এখনও এই গুজবের প্রতিক্রিয়া দেননি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mirzapur Cinema: মির্জাপুর এবার বড় পর্দায়? কালীন ভাইয়ার ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীর বদলে 'এই' বলি সুপারস্টার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল