TRENDING:

Mira Rajput on Delhi: ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়

Last Updated:

Mira Rajput on Delhi: দীপাবলি পরবর্তী দিল্লির চরম দূষিত আবহাওয়া নিয়ে ক্ষোভ ঝরে পড়ল মীরা রাজপুতের (Mira Rajput) গলায়৷ ইনস্টাগ্রামে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির পরিস্থিতি (Delhi after Diwali) নিয়ে৷ প্রসঙ্গত মীরা এই শহরেরই মেয়ে৷ দিল্লিতেই তাঁর জন্ম৷ শাহিদ কপূরকে বিয়ের পর ২০১৫ সালে তিনি মুম্বই চলে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমৃতসর : দীপাবলি পরবর্তী দিল্লির চরম দূষিত আবহাওয়া নিয়ে ক্ষোভ ঝরে পড়ল মীরা রাজপুতের (Mira Rajput) গলায়৷ ইনস্টাগ্রামে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির পরিস্থিতি (Delhi after Diwali) নিয়ে৷ প্রসঙ্গত মীরা এই শহরেরই মেয়ে৷ দিল্লিতেই তাঁর জন্ম৷  শাহিদ কপূরকে বিয়ের পর ২০১৫ সালে তিনি মুম্বই চলে যান৷
advertisement

দীপাবলির এক দিন পর মীরা দিল্লির অবস্থা  (Delhi Air Pollution) নিয়ে লিখেছেন ‘সত্যি!কেন? কারা এই আতসবাজি পোড়াচ্ছে?’ ইনস্টাগ্রাম পোস্টে তিনি আবেদন করেছেন যাতে সাধারণ মানুষ আতসবাজি ব্যবহার করা থেকে সরে আসেন৷

আরও পড়ুন : টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চুটিয়ে প্রেম ‘গার্লফ্রেন্ডের’ সঙ্গে, জন্মদিনে যা করলেন কেএল রাহুল

নিজের পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মীরা৷ সেখানে দেখা যাচ্ছে দিল্লির আকাশ স্মোগ বা ধোয়াঁশায় ঢাকা৷ ফেলে আসা শহরের এই পরিস্থিতি দেখে আহত মীরা লেখেন, ‘‘এ আমার ঘর হতে পারে না…আমাদের যা সামর্থ্য সেটুকু আমাদের করতেই হবে৷ আতসবাজি পোড়াবেন না, বর্জ্যপদার্থ যা পোড়ানো যায় না, সেগুলির যথাযথ ব্যবস্থা করুন৷ যাঁরা এই নিয়ে সচেতনতা প্রচার করছেন, তাঁদের পাশে থাকুন৷’’

advertisement

আরও পড়ুন : আরিয়ান মামলা থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়েকে! গঠন হল নতুন SIT

স্বামী শাহিদ কপূর এবং দুই সন্তান মিশা ও জেইনকে নিয়ে গত দু’ বছর ধরে মীরা পঞ্জাবে আছেন৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০২০ সালে কোভিড লকডাউন ঘোষণা হওয়ার আগে তাঁরা পঞ্জাবে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ তার পর থেকে সপরিবার পঞ্জাবেই থেকে গিয়েছেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন : বিরাটের ৩৩ বছরের জন্মদিনে কিছু স্পেশ্যাল ঝলক, সঙ্গী অনুষ্কা-ভামিকা! দেখুন

মীরার কথায়, ‘‘লকডাউনের ঠিক আগে আমরা অমৃতসরে গিয়েছিলাম৷ ভেবেছিলাম দু’ সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে৷ আমরা জানতামই না সব ঠিক হতে দু’ বছর লেগে যাবে৷’’ তবে শাহিদপত্নীর কথায়, তাঁর ওখানে থাকতে খুবই ভাল লাগছে ৷ কারণ তাঁর বাবা এবং শ্বশুর শাশুড়ি, সকলে কাছাকাছিই আছেন৷ তাঁর দুই সন্তানও সকলের কাছে ঘুরেফিরে থেকে দিব্যি মজায় সময় কাটাচ্ছে৷ সংযোজন করেছেন মীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mira Rajput on Delhi: ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল