TRENDING:

Mira Rajput: প্রাণ ভরে যথেচ্ছ গোলাপি আইশ্যাডোর পরশ! কন্যার হাতে আদুরে সাজে সাজলেন শাহিদ-ঘরণি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মায়ের মুখটা যেন মিশার ক্যানভাস ৷ কেবল হাতে রঙের বদলে প্রসাধনী ৷ ইচ্ছেমতো মীরা রাজপুতকে (Mira Rajput)সাজাল তাঁর মেয়ে ৷ শুক্রবার ইনস্টা্গ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন শাহিদ-ঘরণি ৷ মিশা সেখানে মায়ের চোখের পাতায় বুলিয়ে দিচ্ছে গোলাপি আইশ্যাডো ৷ সাজানোর পর মায়ের ছবিও তুলে দিয়েছে মেয়ে ৷
advertisement

যাঁরা নেটমাধ্যমে মীরাকে অনুসরণ করেন, তাঁরা জানেন বাড়িতে মিশাই মীরার বিশেষ আলোকচিত্রী ৷ মেয়ের তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রচুর শেয়ার করেন মীরা ৷

শাহিদ এবং মীরা ২০১৫ সালে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান মিশা (Meesha) জন্মায়। তার দুবছর পর ২০১৮ সালে ছেলে জৈন (Jain) এর জন্ম হয়। বলিউডের অতি জনপ্রিয় এই অভিনেতা শাহিদ কাপুর তাঁর বিবাহিত স্ত্রী মীরার থেকে ১৩ বছরের বড়।

advertisement

পাওয়ার কাপলের স্বামী, স্ত্রী দু’জনেই সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় ৷ মাঝে মাঝেই শেয়ার করেন ছবি ও ভিডিয়ো ৷ কিছু দিন আগেই ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে অন্তরঙ্গ ছবি শেয়ার করেছিলেন তাঁরা ৷

মীরা রাজপুতের Instagram পোস্টে দেখা গিয়েছে সবুজের মাঝে দুই লাভ বার্ডস একে অপরকে জড়িয়ে ধরেছেন এবং শাহিদ কাপুর চুম্বন করছেন মীরা রাজপুতকে। মীরা এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে এতটা ভালবাসি যে শব্দ দিয়ে বোঝানো যাবে না। শুভ বিবাহের ৬ বছর, আমার জীবনের ভালবাসা”। তাঁদের অন্যান্য় পোস্টের মতো এই পোস্ট ঘিরেও ছিল অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দন ৷

advertisement

মীরাকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন শাহিদ ৷ সম্পর্ক ভেঙে যাওয়ার পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন নায়িকাদের প্রেমে আর পড়তে চান না ৷ বিয়েও করবেন ইন্ডাস্ট্রির বাইরের কোনও মেয়েকে ৷ সেই মতোই মীরাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন শাহিদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

শাহিদের আসন্ন ছবি জার্সি (Jersey)। এটি একটি তেলুগু ছবির রিমেক। যেখানে শাহিদকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও তাঁকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োর একটি সিরিজে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mira Rajput: প্রাণ ভরে যথেচ্ছ গোলাপি আইশ্যাডোর পরশ! কন্যার হাতে আদুরে সাজে সাজলেন শাহিদ-ঘরণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল