আজ এমন কিছু জানাতে চলেছি যা অনেক আগেই আমার বলা উচিত ছিল৷ পাভেলকে এখন প্রায় সবাই চেনে৷ রসগোল্লার অডিশনের জন্য আমাকে ডাকা হয়েছিল৷ পাভেল একদিন ফোন করে আমাকে বলে আমাকে নাকি ওর রাধিকা আপ্তে-র মতো দেখতে লাগে৷ পরের ছবিতে আমাকে কাস্ট করতে চায় বলে ওর নাকতলার বাড়িতে ডেকে পাঠায়৷
advertisement
আমি সেই সময় অবসাদে ভুগছিলাম৷ তাই মেকআপ ছাড়া, তেল দেওয়া চুল নিয়েই একটা ঢিলেঢালা কুর্তি পরে চলে গিয়েছিলাম৷ পাভেল আমাকে স্ক্রিপ্ট দেয়৷ কিন্তু ওর হাবভাব দেখে মনে হচ্ছিল আমার সাজপোশাকে ও ভেবে নিয়েছে আমি কোনও গরীব পরিবারের সন্তান৷ হঠাৎই আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল৷ কোনও মতে ওকে থামিয়ে আমি পালিয়ে এসেছি সেদিন৷
শুধু তাই নয়৷ পাভেল জানায় ও নাকি পুরুলিয়ায় মাওবাদী দলের প্রোটোকল তদন্তের জন্য আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করে৷ সেখানেই নাকি ওর বউয়ের সঙ্গে আলাপ হয়৷ জোর করে ওকে বিয়ে করতে বাধ্য করা হয়৷ আমি রেগে গিয়ে বলেছিলাম, আয়নায় নিজের মুখটা দেখেছো? তারপরও বারবার বলতে থাকে, বিয়ে কর আমাকে৷
আমি পুরো ঘটনাটা আমাদের এক কমন ফ্রেন্ডকে জানিয়েছিলাম৷ তার কাছ থেকেই জানতে পারি পাভেলের সুখী বিবাহিত জীবন৷ বউয়ের কাছ থেকে সব রকম সাহায্য পায়৷ এমনকী, পাভেল আমাকে কোনও ছবিতে কাস্ট না করার ভয়ও দেখিয়েছে৷ এটই পাভেল ভট্টাচার্য-র আসল চেহারা৷ উদ্ধত, মিথ্যাবাদী ও বিকৃত৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত পরিচালক৷