TRENDING:

Babji Sanyal Death: রান্নাঘরের পাশে অচেতন দেহ! অকালে প্রয়াত সবার প্রিয় বাবজি সান্যাল, বিনোদন জগতে শোকের ছায়া

Last Updated:

Babji Sanyal Death: খবরের জগৎ থেকে টলিউড ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। অকালেই থেমে গেল বাবজির পথ চলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রয়াত বাবজি সান্যাল। বিনোদন জগতে শোকের ছায়া। দীর্ঘ কেরিয়ারে একাধিক চ্যানেলের গুরুত্বপূর্ণ সব পদের দায়িত্ব সামলেছেন তিনি। খবরের জগৎ থেকে টলিউড ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। অকালেই থেমে গেল বাবজির পথ চলা।
News18
News18
advertisement

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ একবালপুর থানা সূত্রে খবর আসে যে, একবালপুর থানা আওতাধীন ১৮, একবালপুর লেনে বাবজিকে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে যানা যায় বাবজি একা থাকতেন। এক প্রতিবেশী তাঁকে অচেতন অবস্থায় রান্নাঘরের পাশে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি সকলকে খবর দিয়ে তাঁকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।

advertisement

একবালপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্তের সময় কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা যায়নি। আপাতত তদন্ত চলছে। বাবজির প্রয়াণে শোকের ছায়া বাংলার বিনোদন জগতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Babji Sanyal Death: রান্নাঘরের পাশে অচেতন দেহ! অকালে প্রয়াত সবার প্রিয় বাবজি সান্যাল, বিনোদন জগতে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল