TRENDING:

ডিভোর্স চাইছেন ‘বিগ বস’-এর মন্দানা করিমি

Last Updated:

যাঁরা নিয়মিত বিগ বস দেখতেন, তাঁদের কাছে অতি চেনা মুখ মডেল-অভিনেত্রী মন্দানা করিমি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যাঁরা নিয়মিত বিগ বস দেখতেন, তাঁদের কাছে অতি চেনা মুখ মডেল-অভিনেত্রী মন্দানা করিমি ৷ সেই মন্দানার ৬ মাস আগে বিয়ে হয়েছিল গৌরব গুপ্তার সঙ্গে ৷ এমনকী, এনগেজমেন্ট হতেই গৌরবের সঙ্গে আংটি বদলের ছবি ট্যুইটারে শেয়ার করেছিলেন মন্দানা ৷ আর সে ঘটনার ৬ মাস কাটতে না কাটতেই তুমুল অশান্তি ৷
advertisement

সম্প্রতি স্বামী গৌরব গুপ্তার ওপর বধূ নিযার্তনের অভিযোগ তোলেন মন্দানা ৷ সোমবার সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মনদানা জানান, মাস দু’য়েক আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর পেশা অপছন্দ ছিল গৌরবের পরিবারের। তাঁদের স্টেটাসের সঙ্গে এই পেশা মেলে না বলেও জানানো হয়েছিল তাঁকে।

advertisement

মন্দানার আইজীবী মধুকর দলভি জানিয়েছন, প্রতি মাসে ১০ লক্ষ টাকা এবং এককালীন ২ কোটি টাকা খোরপোশ চেয়েছেন মনদানা। পুরো বিষয়টি এখন আদালতের বিচার্য।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিগ বস ছাড়াও মন্দানাকে দেখা গিয়েছে ক্যায়া কুল হ্যায় হাম ৩, ভাগ জনি, ম্যায় অউর চার্লস ছবিতে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ডিভোর্স চাইছেন ‘বিগ বস’-এর মন্দানা করিমি